মুম্বই, 7 জুন : বিরাট কোহলি না স্টিভ স্মিথ, বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা ক্রিকেটার কে ? প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ান ওয়ান ডে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে । ক্রিকেটের তিন ফরম্যাটে বিভাজন করে এর জবাব দিলেন এই অজি ক্রিকেটার।
প্রথমেই অ্যারন ফিঞ্চ টেস্ট ক্রিকেটে তুলনা করেছেন। ফিঞ্চ বলেন, “ হোম ও অ্যাওয়ে ম্যাচে এই দু’জনের রেকর্ড দুর্দান্ত ।” তবে কয়েক বছর আগে ইংল্যান্ডের মাটিতে অ্যান্ডারসনের বিরুদ্ধে সমস্যায় পড়তে হয়েছিল বিরাটকে । সে কথা উল্লেখ করে ফিঞ্চ বলেন, আন্ডারসনের বিরুদ্ধে প্রথমে বিরাট সমস্যায় পড়লেও স্মিথ সেভাবে কখনও কোথাও কোনও সমস্যায় পড়েননি ।" টেস্টে স্মিথকে অবিশ্বাস্য ক্রিকেটার বলেও আখ্যা দেন তিনি । ফিঞ্চ বলেন, “ সারা বিশ্বে এই দুই ক্রিকেটার তাদের দাপট দেখিয়ে চলেছে । কখনও-সখনও দ্রুত আউট হয়েছে ঠিকই, তবে বেশিরভাগ সময়ই ব্যাটে বড় রান করেছে। ” তাই টেস্ট ক্রিকেটে বিরাট থেকে স্মিথকে খানিকটা এগিয়ে রাখছেন ফিঞ্চ ।