পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ইংলিশ ক্রিকেট লিগে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন, অভিযোগ আকাশ চোপড়ার - ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি

ইংলিশ ক্রিকেট লিগে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়া । সেদিনের অভিজ্ঞতার কথা নিজের ইউটিউব চ্যানেলের শেয়ার করলেন প্রাক্তন ক্রিকেটার ।

Image
আকাশ চোপড়া

By

Published : Jun 10, 2020, 9:13 PM IST

লন্ডন, 10 জুন : বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন ভারতীয় প্রাক্তন ব্যাটসম্যান আকাশ চোপড়া। ইংলিশ ক্রিকেট লিগ খেলার সময় তিনি বর্ণবৈষম্যের শিকার হন বলে জানান।

আগেই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি অভিযোগ করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ ক্যাম্পে তিনি বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। এরপরই আকাশ চোপড়া ইংলিশ লিগে বর্ণবৈষম্যের বিষয়টি সামনে আনেন।

চোপড়া জানান লিগের ম্যাচ চলাকালীন দুজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্রমাগত তার বিরুদ্ধে বর্ণ বৈষম্য মূলক মন্তব্য করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, “ আমাদের কোনও না কোনও সময়ে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে । আমার মনে আছে আমি ইংল্যান্ডের লিগে খেলছিলাম । প্রতিপক্ষ দলের দু'জন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ছিল । তারা ক্রমাগত আমার বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করছিল । আমি নন স্ট্রাইক এন্ড থাকাকালীনও তারা মন্তব্য করতে ছাড়েনি । তারা ক্রমাগত আমাকে ”পাকি" বলে ডাকছিল । "

আকাশ চোপড়া আরও বলেন , “ অনেকে মনে করেন পাকি হল পাকিস্তানের শর্ট ফর্ম । কিন্তু এটা সত্যি নয়। যদি তোমার ত্বকের রঙ বাদামি হয় অথবা তুমি যদি এশিয়া উপমহাদেশের বাসিন্দা হও, তোমাকে বর্ণবিদ্বেষের জন্য এই শব্দটি ব্যাবহার করা হয়। যদি তোমাকে পাকি বলা হয়, কেউই এটা পছন্দ করবে না । ইংল্যান্ডে যদি কেউ পাকি বলে ডাকে , তখনই বুঝে যাবে এর পিছনে তাঁর কী মতলব আছে । সেই সময় এটা আমার সঙ্গে হয়েছিল । তবে আমার দল আমার সঙ্গে ছিল ।”

ABOUT THE AUTHOR

...view details