কুমারগঞ্জ, 7 মে : স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । কুমারগঞ্জ থানার মোহনা এলাকার ঘটনা । এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা অভিযুক্ত পঙ্কজ মজুমদারের বাড়িতে ভাঙচুর চালায় । কুমারগঞ্জের মোহনা এলাকার রাস্তা অবরোধ করা হয় । কুমারগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
জানা গেছে, অভিযুক্ত পঙ্কজ মজুমদার ব্যবসায়ী । 2016 সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর রায়গঞ্জের বাসিন্দা অপর্ণা নামে এক মহিলাকে সে বিয়ে করে । ২০১৭ সালে তাদের দু'টি যমজ মেয়ে হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই অপর্ণার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হত । গতরাতে অপর্ণাকে বেধড়ক মারধর করা হয় । জখম অবস্থায় তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁর মৃত্যু হয় ।