পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কলকাতার রাস্তায় মহিলা বক্সারকে হেনস্থা, দাঁড়িয়ে দেখল পুলিশ ! - Kolkata Police

দিনেদুপুরে ফের একবার কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হলেন আন্তর্জাতিক স্তরের মহিলা বক্সার । পুলিশের সামনেই । অভিযোগ, ওই পুলিশকর্মী ব্যবস্থা না নিয়ে তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দেন ।

সুমন কুমারী

By

Published : Jun 28, 2019, 5:29 PM IST

Updated : Jun 28, 2019, 11:41 PM IST

কলকাতা, ২৮ জুন : উষসীর ঘটনা থেকেও শিক্ষা নেয়নি পুলিশ ! দিনেদুপুরে ফের একবার কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হলেন আন্তর্জাতিক স্তরের মহিলা বক্সার । পুলিশের সামনেই । অভিযোগ, ওই পুলিশকর্মী ব্যবস্থা না নিয়ে তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দেন ।

সুমন কুমারী । চলতি বছর তাইওয়ানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে 56 কেজি বিভাগে প্রতিনিধিত্ব করেন । স্বর্ণপদকও জেতেন । আগামী অগাস্টে অস্ট্রেলিয়ায় বক্সিং চ্যাম্পিয়নশিপেও প্রতিনিধিত্ব করবেন । তার প্রস্তুতি চলছিল । এরকম সময় পেলেন আঘাত । মানলেন, প্রস্তুতিতেও হবে সমস্যা । তবে, হেনস্থার শিকার হয়েও দমতে রাজি নন সুমন ।

এই সংক্রান্ত আরও খবর :"আমি বক্সার বলে বাঁচতে পেরেছিলাম, সাধারণ মেয়েরা তো পারবে না"

সুমনের হেনস্থার খবর প্রথম প্রকাশিত হয় ETV ভারতে । নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । ঘণ্টা দুয়েকের মধ্যে সাউথ পোর্ট থানার পুলিশ আটক করে তিনজনকে । নাম রাহুল শর্মা, শেখ ফিরোজ়, ওয়াসিম খান ।

এই সংক্রান্ত আরও খবর :ধন্যবাদ ETV ভারত : সুমন

সুমনের বাড়ি খিদিরপুর এলাকায় । তিনি রাজ্য সরকারের কৃষি দপ্তরের অস্থায়ী কর্মী । প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে 11টা নাগাদ স্কুটিতে চেপে মহাকরণের উদ্দেশে রওনা দিয়েছিলেন । মোমিনপুর মোড়ের কাছে এক যুবক তাঁর স্কুটির সামনে এসে যান । ETV ভারতকে সুমন বলেন, "উনি বাসে উঠতে যাচ্ছিলেন । আমার স্কুটির সামনে এসে যান । প্রথমে উঠতে পারেননি । পরে ওঠেন । বাসে উঠে আমাকে গালিগালাজ শুরু করেন । আমি প্রতিবাদ করার চেষ্টা করি । ততক্ষণে বাসটি ছেড়ে দিয়েছে । বাসটির পিছনে যাই । পরের স্টপেজে বাস থামলে ওকে প্রশ্ন করি, কেন গালিগালাজ করলে ?" সুমনের অভিযোগ, এরপর ওই যুবক বাস থেকে নেমে তাঁকে মারতে উদ্যত হন । গলা চেপে ধরেন ।

এই সংক্রান্ত আরও খবর :রাতের কলকাতায় প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়াকে হেনস্থা, ধৃত 7

সুমন বলেন, "ওই যুবক যখন আমায় হেনস্থা করছিল, তখন সামনেই দাঁড়িয়েছিলেন এক পুলিশকর্মী । আমি তাঁর কাছে যাই । সাহায্যের জন্য বলি । কিন্তু, উনি কোনও সাহায্য করেননি । বললেন, থানায় গিয়ে অভিযোগ জানাতে ।"

ঘটনার বিবরণ দিলেন সুমন

এই সংক্রান্ত আরও খবর :তৎপর কলকাতা পুলিশ, বক্সার হেনস্থার ঘটনায় আটক 3

আজ সকালেই গোটা ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে পোস্ট করেন সুমন । প্রথমে পুলিশের সাহায্য না পেয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন । ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, তিনি থানায় অভিযোগ জানাতেও যাননি । কিন্তু কেন ? সুমন বলেন, "কী অভিযোগ করব ? পুলিশই তো দাঁড়িয়ে দেখছিল । থানায় গিয়ে কী করব ?" পরে ইটিভি ভারতে খবর প্রকাশিত হতেই তৎপর হয় কলকাতা পুলিশ । সুমন বলেন, "আমাকে ফোন করা হয়েছিল । পুলিশ কর্তারা ক্ষমা চেয়েছেন । অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন ।"

এই সংক্রান্ত আরও খবর :উষসী সেনগুপ্তকে হেনস্থা : সাসপেন্ড চারু মার্কেট থানার SI

কিছুদিন আগেই কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী উষসী সেনগুপ্ত । একাধিক থানা তাঁকে ঘোরায় । অভিযোগ নিতে টালবাহানা করে । খবর সামনে আসতে ক্ষোভপ্রকাশ করেন খোদ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

দিনকয়েক আগেই থানাগুলির উদ্দেশে SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) জারি করে কলকাতা পুলিশ । বলা হয়, থানার বাধা দেখলে চলবে না । কোনও মহিলা যদি শহরের রাস্তায় সমস্যায় পড়েন সাহায্য করতে এগিয়ে আসতে হবে । কিন্তু, সুমনের ঘটনা ফের প্রমাণ করল কলকাতা পুলিশের নির্দেশিকা নিচুতলায় ঠিকমতো পৌঁছায়নি ।

Last Updated : Jun 28, 2019, 11:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details