পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পাকিস্তানে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার গাধা! - Donkey arrested

জুয়ার ঠেক থেকে মানুষের পাশাপাশি গাধাকেও গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি পাকিস্তানের পঞ্জাবের। ঘটনাস্থানে উপস্থিত থাকায় আটজন ব্যক্তিসহ গাধার নামেও FIR দায়ের করেছে পুলিশ।

Donkey arrested for gambling
Donkey arrested for gambling

By

Published : Jun 26, 2020, 7:24 PM IST

ইসলামাবাদ, 26 জুন : গাধাও জুয়া খেলে । অন্তত পাকিস্তান পুলিশের FIR তাই বলছে । এমনকী, জুয়া খেলার অপরাধে গ্রেপ্তারও হতে হয়েছে গাধাকে । পাকিস্তানে জুয়া খেলার অপরাধে আট ব্যক্তি ও একটি গাধাকে গ্রেপ্তার করে পুলিশ। এক সাংবাদিক খবরটি টুইটারে শেয়ার করার পর থেকেই ভাইরাল হয় গাধার গ্রেপ্তারির ঘটনা।

জানা গিয়েছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরে একটি জুয়ার ঠেকে হানা দিয়ে পুলিশ আট জন ব্যক্তি ও একটি গাধাকে ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে এক লাখ টাকাও বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ ধৃত ওই আট ব্যক্তি ও গাধাটির নামে FIR দায়ের করেছে। থানার এক আধিকারিক জানান, যেহেতু FIR-এ গাধার নাম রয়েছে, তাই গাধাটিকে ছাড়া যাবে না।

খবরটি টুইটারে ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে কিছু অংশ গাধার অপরাধ সম্পর্কে জানতে চান, কেউ আবার হাসিতে ফেটে পড়েন। এক টুইটার ব্যবহারকারী মজা করে লেখেন, " গাধা সহ আটজন গ্রেপ্তার। মনে হচ্ছে, গাধাটি জুয়া খেলা পরিচালন করছিল!"। অন্য এক ব্যক্তি প্রশ্ন করেন, " গাধাটি ঠিক কী অপরাধ করেছিল? "

ABOUT THE AUTHOR

...view details