পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

জটিল অস্ত্রোপচার, মহিলার পেট থেকে বেরোল ৪ লিটার জমাট বাঁধা রক্ত - successful operation

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে বাঁচল রোগী । অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে সফল অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচালেন বালুরঘাট হাসপাতালের চিকিৎসকরা । অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে 4 লিটার রক্ত বের করা হয়েছে ।

By

Published : Apr 28, 2019, 5:54 AM IST

বালুরঘাট, 28 এপ্রিল : জটিল অস্ত্রোপচার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে । অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে সফল অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচালেন বালুরঘাট হাসপাতালের চিকিৎসকরা । টপি ঘোষ নামে ওই মহিলা সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ।

পেটের যন্ত্রণা ওঠায় হিলি থানার তিওড়ের ফেরুসা এলাকার বাসিন্দা টপি ঘোষকে গত শনিবার ভোরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । গ্যাসের ব্যথা ভেবে তাঁকে জরুরি বিভাগ থেকে হাসপাতালের মহিলা বিভাগে ভরতি করা হয় । কিন্তু, কোনও কাজ হয়নি । ক্রমশ বাড়তে থাকে তাঁর পেটের ব্যথা । দ্রুত পালস বিটও নেমে যায় । বেগতিক অবস্থা দেখে ডাকা হয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ রঞ্জন মুস্তাফিকে । তিনিই অস্ত্রোপচারের পর পেটে জমে থাকা 4 লিটার রক্ত বের করেন ।

অস্ত্রোপচারের সময়

এবিষয়ে চিকিৎসক রঞ্জনকুমার মুস্তাফি বলেন, "এসটপিক প্রেগনেন্সির জেরে টিউব ফেটে পেটের ভিতর প্রচুর রক্ত জমাট বেঁধে গিয়েছিল । সকাল 7টা নাগাদ গিয়ে দেখি রোগী রক্তশূন্য হয়ে নিস্তেজ হয়ে পড়েছেন । তখন তাঁকে দ্রুত OT-তে নিয়ে যাওয়া হয় । স্যালাইন দেওয়ার সঙ্গে রক্ত দেওয়া শুরু হয় । পাশাপাশি শুরু হয় অস্ত্রোপচার । পেটের ভেতর ফেটে যাওয়া ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দেওয়া হয় । পেটের ভেতর থেকে জমাট বেঁধে থাকা প্রায় 4 লিটার রক্ত বের করা হয় । প্রায় আধঘণ্টা অস্ত্রোপচার হয়েছে ।" এবিষয়ে হাসপাতালের সুপার তপন বিশ্বাস বলেন, "বর্তমানে টপি ঘোষ আশঙ্কামুক্ত । তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । সংশ্লিষ্ট চিকিৎসকের দ্রুত সিদ্ধান্ত ও হাসপাতালের পরিকাঠামোয় রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details