পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

FAO-র 75 বছর পূর্তিতে 75 টাকার স্মারক কয়েন প্রকাশ করবেন মোদি - FAO-র 75 বছর পূর্তি উপলক্ষে 75টাকার মুদ্রা

খাদ্য এবং কৃষি সংস্থার (FAO) 75 বছর পূর্তি । সেই উপলক্ষ্যে 75 টাকার কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

PM modi
PM modi

By

Published : Oct 14, 2020, 7:13 PM IST

দিল্লি, 14 অক্টোবর : রাষ্ট্রসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার (FAO) 75 বছর পূর্তি উপলক্ষ্যে 75 টাকার একটি স্মারক কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 16 অক্টোবর 75 বছর পূর্তি হবে AO-র । ভারতের সঙ্গে FAO-র সম্পর্কের প্রতীকী হিসেবেই মুদ্রা প্রকাশ করবেন নরেন্দ্র মোদি ।

সম্প্রতি আটটি শস্যের 17 বায়োফরটিফায়েড ভ্যারাইটিজ় তৈরি হয়েছে । তাও দেশের মানুষের প্রতি নিবেদন করবেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে । সেখানে উল্লেখ করা হয়, “সম্পূর্ণভাবে অনাহার, অপুষ্টিকে মুছে ফেলতে সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে । কৃষিকাজ এবং পুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দেয় সরকার । এই অনুষ্ঠান তারও প্রতীকী ।”

অঙ্গনওয়াড়ি, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং বিভিন্ন প্রকল্পের সাক্ষী থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় । কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী এবং WCD মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজ়েশন (FAO) প্রতিষ্ঠা হয় 1945 সালের 16 অক্টোবর । FAO-র সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারতের । ভারতের সিভিল সার্ভিস আধিকারিক বিনয়রঞ্জন সেন 1956 সাল থেকে 1967 পর্যন্ত FAO-র ডিরেক্টর জেনেরালের পদে ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details