কলকাতা, 9 সেপ্টেম্বর : দু'টি পৃথক ঘটনা । একটি অভিযোগ জমা পড়েছিল শ্যামপুকুর থানায়। অন্যটি লেদার কমপ্লেক্স থানায় । মোট প্রতারণা প্রায় 11 লাখ টাকার । দু'টি ঘটনারই কিনারা করল পুলিশ । সাইবার প্রতারণার এই দু'টি ঘটনায় জামতারা থেকে গ্রেপ্তার করা হয় মোট সাতজনকে । তারা জামতারা গ্যাংয়ের সদস্য ।
পুলিশ সূত্রে খবর, 10 জুন লেদার কমপ্লেক্স থানায় সঞ্জীব পাউল বাংলা কমপ্লেক্সের বাসিন্দা প্রত্যুষা সিনহা বসুমল্লিক অভিযোগ দায়ের করেন । তিনি জানান, কোনও ব্যক্তি ফোন করে তাঁর অ্যাকাউন্টের তথ্য জেনে নিয়েছে । তিনি ব্যাঙ্ক অফিসার ভেবে ভুল করেছেন । ব্যক্তিগত তথ্য দিয়ে দিয়েছেন । তারপরেই তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে ছয় লাখ টাকা ।
অন্যদিকে 17 জুলাই উত্তর 24 পরগনার ইস্ট বিষ্ণুপুরের বাসিন্দা রুমা মজুমদার অভিযোগ দায়ের করেন শ্যামপুর থানায় । স্টেট ব্যাঙ্কের শ্যামবাজার শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে । কেউ তাঁকে ফোন করে স্টেট ব্যাঙ্ক অফিসার পরিচয় দেয় । অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চায় । তিনি বিশ্বাস করে সেই তথ্য দিয়ে দেন । এরপরেই উধাও হয়ে যায় 4 লাখ 63 হাজার টাকা ।