কোচবিহার, 5 জুলাই : জাতীয় সড়কে গাড়ি থেকে তোলা নেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । জখম 7 । এই ঘটনায় তৃনমূল ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
কয়েকদিন ধরেই কোচবিহার থেকে অসমগামী 31 নম্বর জাতীয় সড়কে তোলাবাজির অভিযোগ উঠছিল । আর আজ দুপুরে বক্সিরহাট এলাকায় তোলাবাজিকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা বাধে । পরে হাতাহাতি হয় । দফায় দফায় সংঘর্ষে জখম হয় উভয়পক্ষের সাতজন । তৃণমূল অফিসে ভাঙচুর চালানো হয় । খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।