পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোচবিহারে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম 7

কোচবিহারে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ । জখম উভয়পক্ষের সাতজন ।

TMC -BJP Clash in Coochbehar
TMC -BJP Clash in Coochbehar

By

Published : Jul 5, 2020, 9:25 PM IST

Updated : Jul 5, 2020, 10:14 PM IST

কোচবিহার, 5 জুলাই : জাতীয় সড়কে গাড়ি থেকে তোলা নেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । জখম 7 । এই ঘটনায় তৃনমূল ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

কয়েকদিন ধরেই কোচবিহার থেকে অসমগামী 31 নম্বর জাতীয় সড়কে তোলাবাজির অভিযোগ উঠছিল । আর আজ দুপুরে বক্সিরহাট এলাকায় তোলাবাজিকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা বাধে । পরে হাতাহাতি হয় । দফায় দফায় সংঘর্ষে জখম হয় উভয়পক্ষের সাতজন । তৃণমূল অফিসে ভাঙচুর চালানো হয় । খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূলের অঞ্চল সভাপতি সুমিত ঘোষ বলেন, "BJP তোলাবাজি চালাচ্ছিল । আমাদের লোকেরা বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয় । এই ঘটনায় আমাদের কয়েকজন কর্মী জখম হয়েছেন ।

BJP নেতা উৎপল দাস বলেন, সিন্ডিকেটের টাকা তোলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ।

Last Updated : Jul 5, 2020, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details