পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কাফ সিরাপ, গাঁজা বাজেয়াপ্ত; গ্রেপ্তার বাংলাদেশি পাচারকারী - নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার

নওদা BOP-তে কর্মরত 24 নম্বর ব্যাটেলিয়নের BSF জওয়ানরা বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার করে 50 বোতল কাফ সিরাপ ও 2 কেজি গাঁজা । ঘটনায় গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশি পাচারকারীকে । পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় BSF ।

Arrested bangladeshi smuggler
Arrested bangladeshi smuggler

By

Published : Oct 5, 2020, 1:40 PM IST

মালদা, 5 অক্টোবর : বাংলাদেশে পাচারের আগেই 50 বোতল কাফ সিরাপ ও 2 কেজি গাঁজা উদ্ধার করল BSF ৷ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি পাচারকারীকে ৷ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধার হওয়া মাদকসহ ধৃতকে পুলিশের হাতে তুলে দিয়েছে BSF ৷

BSF-এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতরাতে নওদা BOP-তে কর্মরত 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা 4-5 জন পাচারকারীকে কাঁটাতারের এপার থেকে বস্তা ওপারে ফেলতে দেখে ৷ অপরদিক থেকে 4 বাংলাদেশি সেই বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে ৷ কর্তব্যরত জওয়ানদের ধাওয়া করতে দেখে পাচারকারীরা পালানোর চেষ্টা করে ৷ ধাওয়া করে জওয়ানরা এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয় 50 বোতল কাফ সিরাপ ও 2 কেজি গাঁজা ৷ জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের নাম মণিরুল ইসলাম (25) জানায় ৷ বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৷ ধৃত ব্যক্তি আরও জানায়, সে কালিয়াচকের চন্দু মণ্ডল ও গুরপদ মণ্ডলের থেকে উদ্ধার হওয়া মাদক বাংলাদেশের সাহিদুল শেখের কাছে পৌঁছে দিত ৷

BSF-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধার হওয়া মাদকসহ ধৃতকে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ চলতি বছরে BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাংলাদেশে পাচারের আগে 64 হাজার বোতল কাফ সিরাপ ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details