আলিপুরদুয়ার, 22 জুলাই : ফের নতুন করে পাঁচজন কোরোনা আক্রান্তের হদিস পেল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদপ্তর । বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, "আজ পাঁচজনের দেহে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের তপসিখাতা কোভিড-19 হাসপাতালে পাঠানো হবে । "
মাঝে দুদিন জেলায় কোনও কোরোনা আক্রান্তের হদিস না মেলায় স্বস্তিতে ছিল জেলা স্বাস্থ্যদপ্তর । তবে,আজ একসাথে জেলায় 5 জন কোরোনা পজ়িটিভের রিপোর্ট হাতে পেল স্বাস্থ্যদপ্তর । জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 224 জন । জেলায় মোট কনটেনমেন্ট জ়়োনের সংখ্যা 20 টি । কোরোনা সংক্রমণ হয়ে জেলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা তিন । তবে, স্বাস্থ্যদপ্তরের মতে কোরোনায় আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে । বাকি দুই জন কোরোনায় আক্রান্ত হলেও তাঁদের মৃত্যুর কারণ অন্য রোগ ।
আলিপুরদুয়ারে আরও 5 কোরোনা আক্রান্তের হদিস - Lockdown
আলিপুরদুয়ারে কোরোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের নির্দেশে সপ্তাহে বৃ্হস্পতিবার ও শনিবার এই দুই দিন করে লকডাউন জারি হবে । এছাড়াও জেলা প্রশাসনের উদ্যেগে জেলাজুড়ে 27 তারিখ থেকে রাস্তায় মাস্কবিহীন লোকজনকে ধরতে অভিযানে নামবে আলিপুরদুয়ার জেলা প্রশাসন ।
Alipurduar
জেলায় জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যে প্রতিটি ব্লক প্রশাসনকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জেলায় কোরোনা সংক্রমণ ঠেকাতে জেলার কালচিনি, মাদারিহাট,ফালাকাটা, ব্লক 1 এবং 2 পৌরসভার বেশ কিছু এলাকাকে কনটেনমেন্ট জ়়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার প্রায় সবগুলো কনটেনইমেন্ট জ়়োনে পুলিশি নিরাপত্তা দিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর ৷