পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত 5 - বাজ পড়ে জেলায় পাঁচ জনের মৃত্যু, আহত চার

আজ পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত্যু হল পাঁচজনের ৷ তার মধ্যে একজন মহিলা । আহত হয়েছেন চারজন।

5-people-are-dead-due-to-lightening-in-east-burdwan
5-people-are-dead-due-to-lightening-in-east-burdwan

By

Published : Jul 27, 2020, 7:57 PM IST

গলসি, 27 জুলাই : বাজ পড়ে পূর্ব বর্ধমানে 5 জনের মৃত্যু হল। আহত হয়েছেন 4 জন। এরমধ্যে গলসিতে 3 জন, খণ্ডঘোষে 1 জন ও পূর্বস্থলীতে 1 জন মারা গেছেন। মৃতদের মধ্যে 1 জন মহিলা।

স্থানীয় সূত্রে জানা গেছে , আজ দুপুর নাগাদ পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয় । সেই সঙ্গে চলে বজ্রপাত । গলসি এলাকায় বাজ পড়ে তিনজনের মৃত্যু হয়। মৃতরা হলেন আমেরুল খলিফা (30) , বাবলু মেটে (40) ও মোসলেম চৌধুরি (60)।

গলসির বাহির ঘন্যা গ্রামে মাঠে কাজ করার জন্য বীরভূমের মুরারই থেকে 14 জন শ্রমিক এসেছিলেন। মাঠে বীজ বপনের সময় বাজ পড়ে মৃত্যু হয় আমেরুলের। গলসির পুরশার আদলাগড়ে মাঠে আল তৈরির কাজ করছিলেন বাবলু মেটে ও দীনবন্ধু বাগদি। সেইসময় প্রচণ্ড বৃষ্টি এলে তাঁরা একটা গাছের তলায় আশ্রয় নেন। হঠাৎ বাজ পড়ে 2 জনই আহত হন। পরে বাবলুর মৃত্যু হয় । গলসির বুঁইচা গ্রামে মাঠ থেকে গোরু-ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় মোসলেম চৌধুরির। এছাড়াও আজ বাজ পড়ে আহত হন গলসির উচ্চগ্রামের রেবা মুর্মু । তিনিও মাঠে কাজ করছিলেন ।

আজ দুপুর নাগাদ জেলার অন্যান্য জায়গার সঙ্গে পূর্বস্থলীতেও বৃষ্টি শুরু হয় । সেই সঙ্গে বেশ কিছু এলাকায় বাজ পড়ে । পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বড় কোবলা গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় বরুণ প্রামাণিকের (50)। সেই সময় তিনি মাঠে কাজ করছিলেন ।

অন্যদিকে, বাজ পড়ে খণ্ডঘোষের দুবরাজহাট গ্রামে এক মহিলার মৃত্যু হয়েছে । তাঁর নাম সীমা বাগ (45) । মৃতের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর নাগাদ মাঠের কাজে গিয়েছিলেন সীমা । হঠাৎ বৃষ্টির সঙ্গে বাজ পড়ে তিনজন আহত হন । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সীমাকে মৃত বলে ঘোষণা করেন ।

For All Latest Updates

TAGGED:

Rain

ABOUT THE AUTHOR

...view details