আলিপুরদুয়ার, 12 জুলাই : গাঁজার পাশাপাশি বাংলাকে করিডোর করে শুরু হয়েছে আফিম পাচার । গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 25 লাখ টাকার আফিম উদ্ধার করল কামাখ্যাগুড়ি থানার পুলিশ । গ্রেপ্তার দুই পাচারকারী । আটক করা হয়েছে পঞ্জাবের নম্বর প্লেট লাগানো একটি বারো চাকার লরি ।
গতরাত দশটা নাগাদ ঘোড়ামারাতে কামাখ্যাগুড়ির OC নয়ন দাস ও কুমারগ্রাম থানার IC বাসুদেব সরকারের নেতৃত্বে অভিযান চলায় পুলিশ । উদ্ধার করা হয় মোট 5 কেজি আফিম । জানা গেছে উদ্ধার হওয়া প্রতি কেজি আফিমের বাজারমূল্য প্রায় 5 লাখ টাকা ।
কামাখ্যাগুড়ি পুলিশ সূত্রে খবর, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে 31/C জাতীয় সড়কে কামাখ্যাগুড়ির ঘোড়ামারাতে পুলিশ সারপ্রাইজ নাকা চেকিং শুরু করে। সেসময় সন্দেহ হওয়ায় অসম থেকে শিলিগুড়িগামী পঞ্জাবের নম্বর প্লেট লাগানো একটি বারো চাকার লরি আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে কেবিন থেকে উদ্ধার করা হয় 5 কেজি আফিম । গ্রেপ্তার করা হয় লরি চালক সুরেন্দ্র সিং ও খালাসি রাজদীপ সিংকে । রাজদীপ পঞ্জাবের বাসিন্দা অন্যদিকে সুরেন্দ্রর বাড়ি উত্তরপ্রদেশে ।
আজ ধৃতদের NDPS ধারায় জলপাইগুড়ি বিশেষ আদালতে পাঠানো হয়েছে ।কামাখ্যাগুড়ির পুলিশের তরফে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল । জলপাইগুড়ি বিশেষ আদালতের তরফে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে ।
জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, উদ্ধার হওয়া আফিমের বাজার দর 25 লাখ টাকা । অভিযুক্তদের 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।