এক বাসকর্মী-সহ কোচবিহারে আক্রান্ত 4 - Coachbihar
কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন করে 4 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 301 জন।
কোচবিহার, 7 জুলাই : NBSTC-র একজন বাসকর্মী-সহ কোচবিহারে নতুন করে 4 জনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ল। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল 301 । আজ যাদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে তাদের মধ্যে তিনজন ভিনরাজ্য থেকে ফিরেছে । আর একজন কোচবিহারের NBSTC-র কর্মী। তবে এদের কোনও উপসর্গ ছিল না। বিষয়টি নিয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “আজ নতুন করে 4 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তাদের কোভিড হাসপাতালে রাখা হয়েছে।”
কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , জেলায় ইতিমধ্যে 12425 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের অধিকাংশ পরিযায়ী শ্রমিক। গতকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল 297 জন । নতুন করে 4 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ায় 301 জন। জেলায় ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 295 জন । জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল 6 জন।