কলকাতা, 17 সেপ্টেম্বর : পূর্ব বর্ধমানের দাপুটে CPI(M) নেতা হিসেবে একসময় পরিচিত ছিলেন আইনুল হক । এবার তিনি যোগ দিলেন তৃণমূল শিবিরে। আইনুল হকের পাশাপাশি তৃণমূলে যোগ দেন বামপন্থী চিকিৎসক সংগঠনের নেতা ডাক্তার রেজ়াউল করিম, কৌশিক চাকি এবং বর্ধমান গলসির BJP নেতা সুন্দর পাসওয়ান । গতকাল তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলীয় পতাকা হাতে দিয়ে তাঁদের স্বাগত জানান।
আইনুল হক । পূর্ব বর্ধমানের এক সময়ের দাপুটে CPI(M) নেতা । 1995 সালে বামপন্থী ছাত্র রাজনীতি দিয়ে যাত্রা শুরু । এরপর 2003 সাল থেকে 2013 সাল । দীর্ঘ দশ বছর বর্ধমান পৌরসভার সভাপতি ছিলেন তিনি । 2019 সালের মার্চ মাসে লোকসভা নির্বাচনের আগে CPI(M) ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন তিনি । এবারে ফের দলবদল আইনুল হকের । পদ্মশিবির ছেড়ে তৃণমূলের হাত ধরলেন।
বর্ধমান গলসির আরও এক BJP নেতা যোগ দিলেন তৃণমূলে । সুন্দর পাসওয়ান । ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তিনি । গলসি উচ্চ মাধ্যমিক স্কুলের হিন্দি শিক্ষক । এলাকার দুস্থ ছেলেমেয়েদের বিনা পয়সায় পড়ানোর জন্য তাঁর সুনামও রয়েছে এলাকায় ।
আরও পড়ুন :পাখির চোখ 2021, বড়সড় রদবদল তৃণমূলে