চেন্নাই, 13 সেপ্টেম্বর : পরীক্ষার আগেই তামিলনাড়ুতে আত্মঘাতী হলেন চারজন নিট পরীক্ষার্থী । এক সপ্তাহের মধ্যেই চারজনের মৃতদেহ উদ্ধার হয় । কোরোনা ভাইরাস প্যানডেমিকের মধ্যেই আজ দেশে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা (NEET)।
আদিত্য, জোতিশ্রী, ভিগনেশের গতকাল মৃতদেহ উদ্ধার হয় । তামিলনাড়ুর এক বস্ত্র বিক্রেতার ছেলে মতিলাল (20) । গত বছর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি । তাঁরও মৃতদেহ উদ্ধার হয় । এই বছর প্রত্যেকেই আবার NEET পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন । আজ তাঁদের পরীক্ষা দেওয়ার কথা ছিল ।
যাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে, তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে একটি বিষয় অপরিবর্তিত । প্রত্যেকেই গত বছরও নিট পরীক্ষা দেন, কিন্তু উত্তীর্ণ হতে পারেননি । তবে এই বছর পরীক্ষার দিন হঠাৎ ঘোষণার জন্যেই কি কোনওভাবে হতাশ হয়েছিলেন তাঁরা ? এইবারও সঠিক প্রস্তুতি হয়নি ভেবেই কি আত্মহত্যা করলেন চার পরীক্ষার্থী, উঠেছে সেই প্রশ্নও ।
আদিত্যর বাবার লোহার কারবারি । গত বছর NEETপরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি । গতকাল তাঁর বাড়িতেই মৃতদেহ উদ্ধার হয় ।