পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত আরও চারজন

শিলিগুড়িতে কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন শিলিগুড়ির কোভিড হাসপাতালের দুই কর্মী সহ আরও চারজন।

Coronavirus
Coronavirus

By

Published : Jun 4, 2020, 1:11 PM IST

শিলিগুড়ি, 04 জুন: শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত আরও চার। একদিকে যেমন শিলিগুড়ির 38 ও 44 নম্বর ওয়ার্ডের দুই বাসিন্দা কোরোনা আক্রান্ত হন, অন্যদিকে মাটিগাড়া কোভিড হাসপাতালের দুই স্বাস্থ্য কর্মীও আক্রান্ত হন কোরোনা ভাইরাসে। সকলেই বর্তমানে শিলিগুড়ির কোভিড হাসপাতালে চিকিৎসাধীন।

গত মঙ্গলবারই কোরোনা আক্রান্ত হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চার চিকিৎসক ও এক টেকনিশিয়ান। অন্যদিকে, শিলিগুড়ি কোভিড হাসপাতালে কোরোনা আক্রান্ত হন সুপার সহ আরও চার জন। গত 24 ঘন্টায় কোভিড হাসপাতালে আরও এক স্বাস্থ্য কর্মী ও রিসেপশনিস্ট কোরোনা আক্রান্ত হওয়ার তাদেরকেও কোভিড হাসপাতালেই ভর্তি নেওয়া হয়েছে।

এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আক্রান্ত পাঁচ চিকিৎসক ও টেকনিশিয়ানের সংস্পর্শে আসায় 30 জন চিকিৎসক ও নার্সকে আইসোলেশনে পাঠানো হয়েছে ।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, " উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কিছু চিকিৎসক ও নার্সকে একটি হোটেলে আইসলেশনে রাখা হয়েছে।"

এদিকে, এতজন চিকিৎসক ও নার্স আইসোলেশনে থাকায় ফলে অন ডিউটি চিকিৎসক ও নার্সের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডিউটি রোস্টারে বদল ঘটিয়ে কিছু ডাক্তার ও নার্সকে কাজে যোগ দেওয়ানো হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার।

ABOUT THE AUTHOR

...view details