জলপাইগুড়ি,21জুলাই: অ্যাম্বুলেন্সের সাথে ট্রাকেরসংঘর্ষ। আহত পাঁচ। ময়নাগুড়ি থেকে ৪ জন কোরোনা আক্রান্ত রোগীকে জলপাইগুড়িবিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে নিয়ে আসার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
কোরোনা রোগীকে নিয়ে আসার সময় দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স,আহত 5 - ambulance and track collaied
জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত রোগীকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সের সাথে ট্রাকের সংঘর্ষ। আহত পাঁচ।
ময়নাগুড়িথেকে দোমহনী রাজ্য সড়ক দিয়ে জলপাইগুড়িতে আসছিল অ্যাম্বুলেন্সটি। দোমহনীপলিটেকনিক কলেজের সামনে দাড়িয়ে থাকাএকটি ট্রাকের পেছনে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি।গুরুতর আহত হন চার কোরোনাআক্রান্ত সহ গাড়ির চালক।
দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটিদীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকে। কোরোনা আক্রান্তরা রোগী থাকায় স্থানীয়রা এগিয়েগিয়েও অনেকেই পিছিয়ে যান।এরপর ময়নাগুড়ি থানা ও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের সাথেযোগাযোগ করা হলে গ্রামীণ হাসপাতালের কর্মীরা ছুটে আসেন।এরপর ময়নাগুড়ি গ্রামীণহাসপাতালের অ্যাম্বুলেন্স করে সবাইকে জলপাইগুড়িতে পাঠানো হয়।