বর্ধমান, 19 জুন : পূর্ব বর্ধমানে দুটি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন। প্রথম দুর্ঘটনাটি ঘটে রায়না থানার বাঁকুড়া মোড়ের কাছে। একটি লরি চাকায় পিষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে খণ্ডঘোষের বালিঘাটে লরির চাকায় পিষ্ট হয়ে খালাসির মৃত্যু হয়।
পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত 3 - Bike
পূর্ব বর্ধমানের দুটি পৃথক জায়গায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন। বর্ধমানের রায়না থানার বাঁকুড়া মোড়ে লরির চাকার নিচে পিষ্ট হয়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়। অন্যদিকে খণ্ডঘোষ থানার বালিঘাটে লরির চাকার নিচে চাপা পড়ে খালাসির মৃত্যু হয়।
আজ সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে রায়না থানার বর্ধমান- আরামবাগ রোডে। একটি বাইকে তিনজন ক্যাটারিং কর্মী কাজে যাচ্ছিলেন। বাঁকুড়া মোড়ের কাছে আচমকাই একটি লরির সঙ্গে ধাক্কা লাগে ওই বাইকের। লরির চাকায় পিষ্ট হয়ে বাইক চালক ও এক আরোহীর মৃত্যু হয়, ভাগ্যক্রমে বেঁচে যান অন্য এক আরোহী। মৃতদের নাম শেখ কিবরিয়া(50) এবং শেখ আসাদুল (26)। দুজনেরই বাড়ি খণ্ডঘোষ থানার ছাতিমপুর গ্রামে।
অন্যদিকে অপর দুর্ঘটনাটি ঘটে খণ্ডঘোষ থানার সালুন বালিঘাটে। দাঁড়িয়ে থাকা একটি লরি নিচেই ঘুমিয়েছিলেন খালাসি । লরিটি ব্যাক করাতে গেলে তার চাকার নিচে চাপা পড়ে 18 বছরের ওই কিশোরের মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই কিশোরের বাড়ি বর্ধমানের বড়শুলে।