কলকাতা, 28জুন: মার্চ মাসে পুলিশ সেজে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ডাকাতিরঘটনাকে চুরির মামলা হিসেবে দায়ের করেছিল জোড়াবাগান থানার পুলিশ। বিষয়টিনগরপালের নজরে পড়তেই জোড়াবাগান থানাকে ধমক দিয়ে তদন্তভার গোয়েন্দা বিভাগেরহাতে তুলে দিয়েছিলেন অনুজ শর্মা। অবশেষে গতকাল রাতে ওই ঘটনায় অভিযুক্ত তিনজনকেগ্রেপ্তার করল কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখা।
প্রতিমাসেই অপরাধের খতিয়ান নিয়ে ক্রাইম কনফারেন্সে বসেন নগরপাল।তথ্য,পরিসংখ্যান এবং বিভিন্ন মামলার চুলচেরা বিশ্লেষণ করা হয় সেই বৈঠকে। জানা গিয়েছে,শেষ ক্রাইম কনফারেন্সে জোড়াবাগান থানার38/2020কেসের কিনারা হয়নিদেখে থানার অফিসারদের মৃদু ধমক দেন অনুজ শর্মা । নর্থ ডিভিশনের কাছে তিনি কেসেরবিস্তারিত তথ্য জানতে চান । সেখানেই জানা যায়,গত মার্চ মাসে জোড়াবাগান এলাকার একস্বর্ণ ব্যবসায়ীকে পুলিশ সেজে গাড়িতে তোলে কয়েকজন। তাদের ধারণা ছিল,ওই ব্যবসায়ীর কাছে প্রচুর সোনা থাকবে,কিন্তু ওই ব্যবসায়ীর কাছে কিছুই নাথাকায়,তাঁর শরীরে থাকা আংটি,সোনার চেন এবং যাবতীয় টাকা পয়সাকেড়ে নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।