পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভুটানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, মৃত জলপাইগুড়ির 3 শ্রমিক - 3 labour died

ভুটানের দরগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গাড়ি। দুর্ঘটনায় মৃত জলপাইগুড়ির চামুর্চির 3 শ্রমিক । আহত 12 জন ।

By

Published : Apr 23, 2019, 7:05 PM IST

জলপাইগুড়ি, 23 এপ্রিল : ভুটানের দরগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গাড়ি । এই দুর্ঘটনায় মারা গেছেন 3 শ্রমিক । আহত 12 জন । আহতদের ভুটানের সামসি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

শনিবার ভুটানে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন জলপাইগুড়ির চামুর্চি এলাকার 15 জন বাসিন্দা । জলপাইগুড়ির চামুর্চি থেকে ভুটানে যাওয়ার পথে দরগা এলাকায় তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । দুর্ঘটনায় মৃত শ্রমিকরা হলেন সালাউদ্দিন আহমেদ (49), রাজু মুণ্ডা (39), শিবলাল ওরাঁও (55) । খবর পেয়ে ঘটনাস্থানে যায় ভুটান পুলিশ । মৃতদেহ উদ্ধার করে । আহত 12 জন শ্রমিককে ভুটানের সামসি মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে । ভুটান পুলিশের পক্ষ থেকে জলপাইগুড়ির চামুর্চিতে শ্রমিকদের বাড়িতে খবর দেওয়া হয়েছে । সামসিতে গিয়ে তিনজন শ্রমিকের মৃতদেহ নিয়ে আসা হয়েছে । আজ জলপাইগুড়ি সদর হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হয় ।

চামুর্চির বাসিন্দা আলি হুসেন বলেন, "শনিবার আমার বড় ভাই চামুর্চি থেকে ভুটানে কাজের জন্য যাচ্ছিল । কিন্তু তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তিন জন মারা যায়, 12 জন আহত হয় । আমাদের রবিবার ঘটনাটি জানানো হয়েছে । আজ তিনজনের মৃতদেহ জলপাইগুড়িতে ময়নাতদন্তের জন্য ভুটান থেকে নিয়ে আসি ।" পরিবারের সদস্যরা রাজ্য সরকারের কাছে মৃত শ্রমিকদের কিছু সাহায্যের আবেদন করেছে ।

ABOUT THE AUTHOR

...view details