পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কান্দিতে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ, জখম ৩ - TMC Congress clash

গতরাতে কান্দিতে দলের পতাকা ছেড়াকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় । এই ঘটনায় কংগ্রেসের দুই মহিলা নেত্রী সহ মোট তিনজন জখম হয়েছে ।

জখম তিন কংগ্রেস কর্মী

By

Published : Apr 26, 2019, 5:48 AM IST

Updated : Apr 26, 2019, 6:18 AM IST

কান্দি, 26 এপ্রিল : পতাকা ছেড়াকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রসের সংঘর্ষ হল কান্দি থানার কল্যাণপুরে। বৃহস্পতিবার রাতের ঘটনা। সংঘর্ষে দুই মহিলা কংগ্রেস নেত্রী সহ মোট তিনজন জখম হয়েছেন। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হাসপাতাল চত্বর থেকে তিনজনকে আটক করে কান্দি থানার পুলিশ। পরে আরও পাঁচজনকে এই ঘটনায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযোগ, তৃণমূল কংগ্রেস চড়াও হয়ে তাদের মারধর করলেও আটক করা হয়েছে কংগ্রেসের কর্মীদের।

দেখুন ভিডিয়ো

নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে কান্দি মহকুমা। কংগ্রসের অভিযোগ, কল্যাণপুর এলাকায় দলের পতাকা টাঙানো হয়েছিল গতকাল সন্ধ্যায়। রাত দশটা নাগাদ তৃণমূল সমর্থকরা সেখানে গিয়ে পতাকা ছিড়ে দেয়। বাধা দিতে গিয়ে জখম হন দুই মহিলা কংগ্রেসনেত্রী ও এক কংগ্রেস সমর্থক।

আহতদের কান্দি মহকুমা হাসপাতালে আনা হলে সেখানেও দুই দলের কর্মী ও সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে। এই ঘটনায় উভয় দলের তরফেই কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

Last Updated : Apr 26, 2019, 6:18 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details