পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কলম্বোয় বিস্ফোরণে মৃত 3 ভারতীয়

বিস্ফোরণে কমপক্ষে 207 জনের মৃত্যু হয়েছে। তিন ভারতীয়ও মারা গেছেন । সন্ধ্যেবেলায় টুইট করে একথা জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

By

Published : Apr 21, 2019, 8:29 PM IST

Updated : Apr 21, 2019, 8:48 PM IST

ঘটনাস্থান

কলম্বো, 21 এপ্রিল : কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণে মৃতদের মধ্যে তিনজন ভারতীয় রয়েছেন । তাঁরা হলেন লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ । আজ একটি টুইটে একথা জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ।

টুইটে বিদেশমন্ত্রী লেখেন, "কলম্বোয় ভারতের হাইকমিশন জানিয়েছে, ন্যাশনাল হাসপাতাল তরফে তিন ভারতীয়র মৃত্যুর খবর জানানো হয়েছে । তাঁদের নাম লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ । আমরা আরও তথ্য জোগাড় করছি । "

আজ গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো । উত্তর অংশের কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয় । শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলও বিস্ফোরণে কেঁপে ওঠে । তার ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয়। ঘটনায় কমপক্ষে 207 জনের মৃত্যু হয়েছে । জখম হয়েছেন 450-রও বেশি। মৃত ও জখমদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছেন । তারপর আজ সন্ধ্যায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর জানান সুষমা স্বরাজ ।

এই সংক্রান্ত আরও খবর :শ্রীলঙ্কায় 6 ঘণ্টায় 8টি বিস্ফোরণ, মৃত বেড়ে 207

Last Updated : Apr 21, 2019, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details