পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভাঙল প্যান্টোগ্রাফ, বর্ধমান আপলাইনে বন্ধ থাকল ৩ ঘণ্টা ট্রেন চলাচল - up line

ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে, ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। বর্ধমান বিভাগের আপ লাইনে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল।

ফাইল ছবি

By

Published : Apr 12, 2019, 2:18 AM IST

Updated : Apr 12, 2019, 4:58 AM IST

ব্যান্ডেল, 12 এপ্রিল : ব্যান্ডেল স্টেশনের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে বর্ধমান লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকল গতকাল। গতকাল সন্ধে 7টা 20 নাগাদ আপ 37545 হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনটির প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ছিঁড়ে যায় ওভারহেড তার। ব্যান্ডেল ছাড়ার পর এই বিপত্তি ঘটে। ডাউন লাইন দিয়েই ট্রেন চললেও আপ লাইনে মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়। প্রায় 3ঘন্টা ব্যাহত হয় পরিষেবা। দীর্ঘক্ষণ ট্রেন বন্ধের ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী। ব্যান্ডেলে স্টেশন মাস্টারকে ঘেরাও করে চলে বিক্ষোভ। ব্যান্ডেল স্টেশনেই গঙ্গাসাগর মেল আটকে যায়। দুন এক্সপ্রেস, ত্রিহুত ,গয়া ও পাটনা এক্সপ্রেসগুলিকে কর্ড লাইন দিয়ে পাস করানো হয়। রাত ১২টা ১৫ নাগাদ আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্টেশন ছাড়া মাত্রই আপ 37845 হাওড়া-বর্ধমান লোকালের সামনের দিকের প্যান্টোগ্রাফটি বিকল হয়ে পড়ে। এর ফলেই ওভারহেড তারটি ছিঁড়ে যায়। ব্যান্ডেল-বর্ধমান বিভাগে আপ লাইনে 7টা 20 নাগাদ থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও ডাউন লাইনটিতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।

দূরপাল্লার বেশ কিছু ট্রেনের হাওড়া-ব্যান্ডেল মেন লাইন দিয়ে যাওয়ার কথা ছিল। যাত্রা পথ বদলে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ঢুকিয়ে দেওয়া হয় ট্রেনগুলিকে।

মেল ও এক্সপ্রেস মিলিয়ে চারটি ট্রেন -13023 আপ হাওড়া-গয়া এক্সপ্রেস, 13009 আপ দুন এক্সপ্রেস, 13131 আপ কলকাতা-পাটনা এক্সপ্রেস, 13155 আপ কলকাতা-জয়নগর উইকলি এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়। ডানকুনি-বর্ধমান কর্ড লাইনে ঢোকানো হয় ট্রেনগুলিকে। অন্যদিকে 13155 আপ কলকাতা-সিতামারহি মিথিলাঞ্চল এক্সপ্রেসটিকে ডানকুনি-বর্ধমান লাইন দিয়ে ঢোকানো হয়।

ট্রেনের এক যাত্রী পতিতপাবন হালদার জানান, তাঁরা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন। কয়েকদিন আগে শ্রীরামপুরে ট্রেন দুর্ঘটনা হয়েছে। ফলে মানুষ এমনিতেই আতঙ্কিত ছিলেন। তারপরও এই দুর্ভোগে পড়তে হল যাত্রীদের। রেলের গাফিলতিতেই এইরকম ঘটনা বারবার ঘটছে।

শুনুন পতিতপাবনবাবুর বক্তব্য
Last Updated : Apr 12, 2019, 4:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details