ব্যান্ডেল, 12 এপ্রিল : ব্যান্ডেল স্টেশনের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে বর্ধমান লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকল গতকাল। গতকাল সন্ধে 7টা 20 নাগাদ আপ 37545 হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনটির প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ছিঁড়ে যায় ওভারহেড তার। ব্যান্ডেল ছাড়ার পর এই বিপত্তি ঘটে। ডাউন লাইন দিয়েই ট্রেন চললেও আপ লাইনে মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়। প্রায় 3ঘন্টা ব্যাহত হয় পরিষেবা। দীর্ঘক্ষণ ট্রেন বন্ধের ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী। ব্যান্ডেলে স্টেশন মাস্টারকে ঘেরাও করে চলে বিক্ষোভ। ব্যান্ডেল স্টেশনেই গঙ্গাসাগর মেল আটকে যায়। দুন এক্সপ্রেস, ত্রিহুত ,গয়া ও পাটনা এক্সপ্রেসগুলিকে কর্ড লাইন দিয়ে পাস করানো হয়। রাত ১২টা ১৫ নাগাদ আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশন ছাড়া মাত্রই আপ 37845 হাওড়া-বর্ধমান লোকালের সামনের দিকের প্যান্টোগ্রাফটি বিকল হয়ে পড়ে। এর ফলেই ওভারহেড তারটি ছিঁড়ে যায়। ব্যান্ডেল-বর্ধমান বিভাগে আপ লাইনে 7টা 20 নাগাদ থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও ডাউন লাইনটিতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।