হাওড়া,9 জুলাই: লকডাউনের শুরু থেকেই কনটেইনমেন্ট জ়োনের তালিকাভুক্ত হয়েছিল হাওড়া । দিন দিন বেড়েই চলেছে কোরোনা রোগীর সংখ্যা। গতকাল হাওড়া পৌরনিগমের প্রধান কার্যালয়ের দুজন অফিসার সহ কয়েকজন গ্রুপ ডি-র কর্মচারীর কোরোনা রিপোর্ট পজ়িটিভ। তারপরেই জরুরি বিভাগ ছাড়া অন্য বিভাগে কর্মীদের আপাতত অফিসে আসতে মানা করা হল। ঘরে থেকে কিংবা বাড়ির সামনের বোরো অফিস থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বহু কর্মীকে। আজ বিকেল পাঁচটা থেকে হাওড়ার 56 কনটেইনমেন্ট জ়োনগুলিতে শুরু হয় লকডাউন।
হাওড়ার 56 কনটেইনমেন্ট জ়োনে জারি লকডাউন
হাওড়া পৌরনিগমের প্রধান কার্যালয়ের দুজন অফিসার সহ কয়েকজন গ্রুপ ডি-র কর্মচারীর কোরোনা পজ়িটিভ । আজ বিকেল পাঁচটা থেকে হাওড়ার 56 কনটেইনমেন্ট জ়োনগুলিতে শুরু হয় লকডাউন।
পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত বিভাগের কর্মীরা আক্রান্ত সেই বিভাগের অন্য কর্মীদের ঘরে থেকে কাজ করতে বলা হয়েছে। পৌর কমিশনার ধবল জৈন জানান,"কাজ বন্ধ থাকছে না। কম সংখক কর্মীদের কাজ করতে বলা হয়েছে। সাধারণ মানুষের যাতে কোনও রকম অসুবিধা না হয় তার জন্য কাজকর্ম চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, আজ বিকেল পাঁচটা থেকে হাওড়ার 56 কনটেইনমেন্ট জ়োনগুলিতে শুরু হয় লকডাউন। হু হু করে বাড়তে থাকা হাওড়ার আক্রান্তের সংখ্যা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিমধ্যেই প্রায় তিন হাজারের ওপর চলে গিয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে প্রায় 110 জনের কাছাকাছি মানুষের। এর পাশাপাশি গোটা জেলায় দেড়শোর কাছাকাছি পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। তারমধ্যে 100 বেশি কর্মী রয়েছেন হাওড়া সিটি পুলিশ এলাকার।