কাবুল, 25জুন : আফগানিস্তানের উত্তর বাল্খ প্রদেশে বিমান হামলায় 25 জন তালিবান জঙ্গির মৃত্যু হল।
একটি সংবাদ সংস্থা বাল্খ প্রদেশের রাজ্যপালের মুখপাত্র মুনির আহমেদ ফরহাদের বক্তব্য উল্লেখ করে জানায়, গতরাতে বাল্খ জেলার দাওলাত আবাদ গ্রামে বিমান হামলা চালানো হয়।
স্থানীয় সূত্র অনুযায়ী, বায়ুসেনা ওই গ্রামের একজন কৃষকের বাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে ৷ ঘটনায় এক শিশু ও মহিলাসহ মোট চারজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।
তবে 209 শাহিন মিলিটারি সৈন্যদল ও রাজ্যপালের মুখপাত্র আহমেদ এই দাবি অস্বীকার করেছেন। তালিবানের তরফ থেকেও হামলা সম্পর্কে কোনও বক্তব্য রাখা হয়নি।