পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোরোনা আবহে দলবদলে তৃণমূলে যোগদান কয়েক হাজার CPI(M) ও BJP কর্মীর - মন্ত্রী শ্যামল সাঁতরা

বাঁকুড়ার জয়পুরের আটটি অঞ্চলের 2200 CPI(M) ও BJP কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্যামল সাঁতরা।

Tmcp
Tmcp

By

Published : Jun 28, 2020, 3:40 AM IST

কোরোনা আবহে দলবদলে তৃণমূলে যোগদান কয়েক হাজারCPI(M)BJPকর্মী

বাঁকুড়া, 27জুন : কোরোনা পরিস্থিতির মধ্যেই আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে রাজনীতির রং বদল চলছে। বাঁকুড়ায় আজ গেরুয়া ও লাল শিবির ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন দুই হাজারের বেশি কর্মী সমর্থক।

আজ মন্ত্রী শ্যামল সাঁতরা নিজে বাঁকুড়ার জয়পুরের আটটি অঞ্চলের কয়েকশো CPI(M) ও BJP কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ সূত্রে জানা গিয়েছে, জয়পুরের আটটি অঞ্চলের 700 পরিবার থেকে মোট 2200 জন তরুণ যুবক তৃণমূলে যোগদান করেছেন।

জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে তৃণমূলে যোগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্যামল সাঁতরা। এটি তাঁর নির্বাচনী কেন্দ্র হলেও গত লোকসভা নির্বাচনে তিনি আশানুরূপ ফল পাননি। এত সংখ্যক কর্মী সমর্থক যোগ দেওয়ায় আগামী বিধানসভা নির্বাচনে নতুন সমর্থকরা বিশেষ ভূমিকা পালন করবেন বলেই আশা করছেন শ্যামল সাঁতরা।

এর আগে BJP স্থানীয় সাংসদ সৌমিত্র খাঁ-র হাত ধরে এই এলাকা থেকেই প্রায় 700 CPI(M) এবং তৃণমূল কর্মীরা BJPতে যোগদান করেন । রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলবদলের পাল্টা চাল দেওয়া হল তৃণমূলের তরফে।

ABOUT THE AUTHOR

...view details