আলিপুরদুয়ার, 10 জুলাই : একসঙ্গে 22 জন স্বাস্থ্যকর্মী হোম কোয়ারানটিনে । সংকটে ফালাকাটা ব্লকের চিকিৎসা পরিষেবা ।
বৃহস্পতিবার রাতে ফালাকাটা ব্লকের মহিলা হেলথ সুপারভাইজ়ারের কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে । ওই মহিলা স্বাস্থ্যকর্মীর দেহে কোরোনা উপসর্গ থাকায় পাঁচ দিন আগেই তাঁর সোয়াব সংগ্রহ করে জেলা স্বাস্থ্যবিভাগ । সোয়াব পরীক্ষা করা হয় শিলিগুড়ি মেডিকেল কলেজের RT-PCR মেশিনে ।
বৃহস্পতিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরপরই তাঁকে তপসিখাতা COVID হাসপাতালে ভরতি করা হয় । এ'দিকে ওই মহিলাকে হাসপাতালে ভরতির পরেই ফালাকাটা ব্লকের স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । ইতিমধ্যেই, BMOH পার্থসারথি কয়ালসহ 21 জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারানটিনে পাঠিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ । ওই মহিলা স্বাস্থ্যকর্মীর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই ফালাকাটার অরবিন্দ পাড়াকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ।
22 জন স্বাস্থ্যকর্মী কোয়ারানটিনে থাকায় ফালাকাটা ব্লকজুড়ে স্বাস্থ্য পরিষেবায় সংকট দেখা দিয়েছে । শুক্রবার ফালাকাটা গ্রামীণ হাসপাতালে গিয়ে অনেক রোগীকেই বিনা চিকিৎসায় বাড়ি ফিরতে হয়েছে ।
আলিপুরদুয়ার জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সুবর্ণ গোস্বামী জানান, একজন মহিলা স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত । পাশাপাশি BMOH-সহ 21 জনকে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে । তবে চিকিৎসা ব্যবস্থায় খুব একটা প্রভাব পরেনি বলেই দাবি করেন তিনি ।