পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ২ জইশ জঙ্গি - Encounter breaks out between security forces and Terrorists

জঙ্গিদের মধ্যে জইশের এক প্রথম সারির কমান্ডো রয়েছে

ঘটনাস্থানের ছবি

By

Published : Apr 13, 2019, 12:51 PM IST

সোপিয়ান, ১৩ এপ্রিল : সোপিয়ানে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। তাদের নাম বিলায়েত আহমেদ ও শাহজাহান। এদের মধ্যে শাহজাহান জইশের প্রথম সারির কমান্ডো ছিল। সূত্রের খবর, ঘটনাস্থান থেকে প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোপিয়ানের গাহান্দ গ্রামে জঙ্গিরা জড়ো হয়েছে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী তল্লাশি শুরু করে। তল্লাশির সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির।

ABOUT THE AUTHOR

...view details