মালদা, 17 সেপ্টেম্বর : ফের ব্রাউন সুগার উদ্ধার মালদায় ৷ গতরাতে কালিয়াচক থানার সারদহ গ্রাম থেকে 405 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ৷ ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হয়েছে ৷ আদালত সূত্রে জানা গেছে, দুই মাদক কারবারিকেই পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতরাতে গোলাপগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রামচন্দ্র সাহার নেতৃত্বে সারদহ গ্রামে হানা দেয় পুলিশ ৷ স্থানীয় বাবুরবোনা GBS মাদ্রাসার পিছন থেকে লোকমান শেখ (25) ও আনিকুল হক (35) নামে দু’জনকে আটক করা হয় ৷ তল্লাশি চালিয়ে তাদের হেপাজত থেকে 405 গ্রাম উন্নতমানের ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় ৷ এরপরই গ্রেপ্তার করা হয় তাদের ৷ ধৃতদের বিরুদ্ধে 21 (C) ও 29 নম্বর NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, খোলা বাজারে এই ব্রাউন সুগারের দাম লক্ষাধিক টাকা ৷
জালনোট পাচারের হাব হিসাবে মালদা অনেক আগে থেকেই কুখ্যাত ৷ সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যেই জেলার বিভিন্ন জায়গা থেকে মাদক উদ্ধার হচ্ছে ৷ তার মধ্যে শুধু ব্রাউন সুগার নয়, হেরোইন, গাঁজা, আফিম-সহ নেশা করার কাফ সিরাপও রয়েছে ৷ এসব মাদক পাচারের দায়ে গ্রেপ্তারও করা হয়েছে কারবারিদের ৷ কিন্তু তাতে কোনও কাজ হচ্ছে না ৷