পুরুলিয়া, 24 জুলাই : পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হল আরও 8 জন l এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 157 । জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 34টি l আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 107 জন l বাকি 50 জন চিকিৎসাধীন l কোরোনায় আক্রান্তরা পুরুলিয়া জেলার বান্দোয়ান, হুড়া, সাঁতুড়ি, নিতুড়িয়া, রঘুনাথপুর এবং পুঞ্চা এলাকার বাসিন্দা l
পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে 157 - কোরোনা আক্রান্ত
পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 157 । জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 34টি l
প্রশাসন সূত্রে খবর, জেলা থেকে মোট 21 হাজার 2 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে l যার মধ্যে 157 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । 19 হাজার 599 জনের রিপোর্ট নেগেটিভ l বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি l আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 10 জন l হোম কোয়ারানটিনে রয়েছে 4 হাজার 125 জন l জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা আক্রান্ত সবকটি এলাকায় বার বার স্যানিটাইজ়েশনের কাজ চলছে l
জেলা পুলিশ সূত্রে খবর, কোরোনায় আক্রান্ত হয়েছে বাঘমুণ্ডি থানার দু'জন পুলিশ কর্মীও l আগামী কয়েকদিন ওই থানায় সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে l পাশাপাশি ওই দুই পুলিশ কর্মীর সংস্পর্শে আসা 22 জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে l জানা গেছে, ওই দুই পুলিশ কর্মী দক্ষিণ 24 পরগনার বাসিন্দা l কয়েদিন আগে বাড়ি থেকে পুরুলিয়ায় ফেরেন তাঁরা l তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার রাতে তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে l