পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দুর্নীতি, যৌন হেনস্থার অভিযোগ ; বাধ্যতামূলক অবসর 12 পদস্থ আধিকারিকের - IT

ঘুষ, দুর্নীতি, যৌন হেনস্থা সহ অভিযোগ থাকায় অর্থমন্ত্রকের 12 পদস্থ আধিকারিককে বাধ্যতামূলক অবসর নিতে বলল কেন্দ্রীয় সরকার ।

অর্থমন্ত্রক

By

Published : Jun 11, 2019, 7:43 AM IST

দিল্লি, 11 জুন : ঘুষ, দুর্নীতি, যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ রয়েছে । সেজন্য অর্থমন্ত্রকের 12 পদস্থ আধিকারিককে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । অভিযুক্তদের মধ্যে আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে CBI । ওয়াকিবহল মহলের বক্তব্য, এই প্রথম দুর্নীতিতে অভিযুক্ত এতজন আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার ।

12 জন আধিকারিক ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার । তাঁদের মধ্যে সাতজন কমিশনার পদমর্যাদার আধিকারিক । জয়েন্ট কমিশনার ও অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন করে আধিকারিক রয়েছেন । তিনজন অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার আধিকারিক ।

জয়েন্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি স্বঘোষিত ধর্মগুরু চন্দ্রস্বামীকে সাহায্যকারী ব্যবসায়ীদের থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে । অন্যদিকে, কমিশনার পদমর্যাদার এক অফিসারের বিরুদ্ধে দু'জন মহিলা আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে । দুজনের বিরুদ্ধে তিনি যৌনব্যবসা, কর এড়ানোর অভিযোগ এনেছিলেন । আর প্রাক্তন সাংসদ জয় নারায়ণ নিশাদের মাধ্যমে একটি আবেদন দাখিল করেছিলেন ।

অন্যদিকে, অপর এক কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের বিরুদ্ধে বেআইনিভাবে 3 কোটি 17 লাখ টাকা মূল্যের স্থায়ী ও অস্থায়ী সম্পদ দখল করার অভিযোগ রয়েছে । তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছিল । অভিযোগ, টেকনিকাল ও পদ্ধতিগত ইশু তুলে শৃঙ্খলারক্ষা প্রক্রিয়াতে বিলম্ব ঘটিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details