পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 13, 2019, 4:31 PM IST

Updated : Jun 13, 2019, 7:40 PM IST

ETV Bharat / briefs

সংকট বাড়ছে : সাগর দত্ত হাসপাতালে 20 চিকিৎসকের ইস্তফা

নিরাপত্তার দাবিতে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের 20 জন চিকিৎসক ইস্তফা দেন । তাঁদের অভিযোগ, হাসপাতালে আন্দোলনের জেরে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন ।

সংকট বাড়ছে : সাগর দত্ত মেডিকেলে 11 চিকিৎসকের গণইস্তফা

কামারহাটি, 13 জুন : রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নতুন মাত্রা । আজ কামারহাটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের 20 জন চিকিৎসক ইস্তফা দিলেন ।

এই সংক্রান্ত খবর : চিকিৎসকদের কর্মবিরতি, সাগর দত্ত মেডিকেলে মৃত শিশু

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের জেরে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । তারপর রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে ডাক্তারদের যৌথ মঞ্চ । রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালে OPD পরিষেবা গতকাল থেকে বন্ধ রয়েছে । এই পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালে গিয়ে আন্দোলন তুলে নেওয়ার হঁশিয়ারি দেন । এর জেরে আন্দোলনকারী ডাক্তারদের মধ্যে ক্ষোভ বাড়ে ।

এই সংক্রান্ত খবর : "প্লিজ়, রোগীদের দেখুন", ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর

আর তারপরই নিরাপত্তার দাবিতে সাগর দত্ত হাসপাতালে 20 জন চিকিৎসক ইস্তফা দেন । তাঁদের অভিযোগ, হাসপাতালে আন্দোলনের জেরে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন ।

Last Updated : Jun 13, 2019, 7:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details