পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতির মৃত্যু নিয়ে ধোঁয়াশা - News about pregnant women death

দশ মাসের প্রসূতির মৃত্যু ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে l মৃত্যুর কারণ জানা যায়নি ।

Jhargram

By

Published : Jul 4, 2020, 2:48 AM IST

ঝাড়গ্রাম, 3 জুলাই : ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হল প্রসূতির l তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে l

বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ওই যুবতিকে ভরতি করা হয় । শুক্রবার সকাল ন’টায় চিকিৎসক এসে বলেন, বাচ্চা নড়াচড়া করছে না তাই এখনই সিজ়ার করতে হবে । এই কারণ দেখিয়ে প্রসূতির স্বামীর কাছ থেকে কাগজে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ l পাঁচ মিনিট পরই চিকিৎসক বেরিয়ে এসে বলেন, রোগীর শ্বাসকষ্ট হচ্ছে তাই CCU-তে নিয়ে যেতে হবে l এর পর প্রসূতির মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয় ।

হাসপাতালের তরফে মৃতার পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলা হয়, রোগীর অন্য কোনও রোগ ছিল যা জানানো হয়নি । যদিও মৃতার পরিবার বিষয়টি অস্বীকার করে।

এদিকে মৃতার পরিবারের বক্তব্য, সঠিক কারণ অবশ্যই জানানো উচিত স্বাস্থ্য দপ্তরের ৷ পাশাপাশি কেউ দোষী হলে তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে হবে l জেলাশাসককে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details