কামারহাটি, 13 জুন : কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে এক শিশুর মৃত্যু হল । অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই শিশুর ।
11 জুন সাগর দত্ত হাসপাতালে ওই শিশুর জন্ম হয় । জন্মের পরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । চিকিৎসকরা জানান, ওই শিশুকে ভেন্টিলেশনে রাখতে হবে । কিন্তু রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির আঁচ পড়ে সাগর দত্ত মেডিকেলেও । এর জেরে ওই শিশুর চিকিৎসা হয়নি । অভিযোগ, NRS, আর জি কর ও ফুলবাগান শিশু হাসপাতাল ঘুরেও ভেন্টিলেশন পরিষেবা পাওয়া যায়নি ।