পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

চিকিৎসকদের কর্মবিরতি, সাগর দত্ত হাসপাতালে মৃত শিশু - NRS

অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই শিশুর ।

চিকিৎসকদের কর্মবিরতি, সাগর দত্ত মেডিকেলে মৃত শিশু

By

Published : Jun 13, 2019, 6:17 PM IST

Updated : Jun 13, 2019, 11:34 PM IST

কামারহাটি, 13 জুন : কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে এক শিশুর মৃত্যু হল । অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই শিশুর ।

11 জুন সাগর দত্ত হাসপাতালে ওই শিশুর জন্ম হয় । জন্মের পরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । চিকিৎসকরা জানান, ওই শিশুকে ভেন্টিলেশনে রাখতে হবে । কিন্তু রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির আঁচ পড়ে সাগর দত্ত মেডিকেলেও । এর জেরে ওই শিশুর চিকিৎসা হয়নি । অভিযোগ, NRS, আর জি কর ও ফুলবাগান শিশু হাসপাতাল ঘুরেও ভেন্টিলেশন পরিষেবা পাওয়া যায়নি ।

এই সংক্রান্ত আরও খবর : সংকট বাড়ছে : সাগর দত্ত মেডিকেলে 20 চিকিৎসকের গণইস্তফা

সাগর দত্ত হাসপাতালের এক চিকিৎসক বিষয়টি জানানোর জন্য স্বাস্থ্য ভবনে ফোন করেন । কিন্তু কেউ ফোন তোলেননি বলে অভিযোগ । শিশুর বাবা অভিজিৎ মল্লিক বলেন, "ডাক্তারদের কর্মবিরতির ফলেই আমার বাচ্চার মৃত্যু হয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : "প্লিজ়, রোগীদের দেখুন", ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর

Last Updated : Jun 13, 2019, 11:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details