নয়াদিল্লি, 1 জুলাই : মডার্নার পর এ বার কি তবে পঞ্চম কোভিড টিকা পেতে চলেছে দেশ ? করোনা টিকা জাইকভ-ডি (ZyCoV-D)-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেতে আবেদন জানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা (Zydus Cadila)৷ কোম্পানির তরফে জানানো হয়েছে তিনটি ডোজের এই টিকায় কোনও সূচ ফোটাতে হবে না ৷ আর এটি শিশুদের জন্যও খুবই সুরক্ষিত ৷ জাইকভ-ডি বিশ্বের প্রথম প্লাসমিড ডিএনএ টিকা বলে দাবি করেছে জাইডাস ক্যাডিলা ৷ বার্ষিক 12 কোটি ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের ৷
জাইকভ-ডি ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়ে গেলে, দেশ পাবে পঞ্চম কোভিড টিকা ৷ দেশে বর্তমানে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক ভি দেওয়া হচ্ছে ৷ সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে আমেরিকার তৈরি মডার্নাকেও ৷
আরও পড়ুন:ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড
জাইডাসের দাবি, উপসর্গযুক্ত কোভিড সংক্রমণের ক্ষেত্রে 66.6 শতাংশ কার্যকরী জাইকভ-ডি ৷ মাঝারি ধরনের রোগের ক্ষেত্রে এটি 100 শতাংশ কার্যকরী ৷ 12 থেকে 18 বছর বয়সি শিশুদের ক্ষেত্রেও এই টিকা কার্যকরী বলে দাবি এই কোম্পানির ৷ তবে ট্রায়ালের তথ্যের এখনও পর্যন্ত পিয়ার রিভিউ করা হয়নি ৷