নয়া দিল্লি, 9 অগস্ট : মডার্নার পর এ বার পঞ্চম কোভিড টিকা পেতে পারে দেশ ৷ কয়েকদিন আগেই করোনা টিকা জাইকভ-ডি (ZyCoV-D)-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেতে আবেদন জানিয়েছিল টিকা প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা (Zydus Cadila)৷ সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগে ছাড়পত্র পেতে পারে জাইডাস ক্যাডিলা ৷ ছাড়পত্র পেলে দেশে তাহলে এবার 12 থেকে 18 বছর বয়সীরাও টিকা পাবে ৷
গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য রাজ্যসভায় বলেছিলেন, " অক্টোবর-নভেম্বর মাসে ভারতের আরও চারটি কোম্পানি ভ্যাকসিন উৎপাদন শুরু করবে যা দেশে ভ্যাকসিনের চাহিদা মেটাবে ৷" কয়েকদিন আগেই করোনা টিকা জাইকভ-ডি (ZyCoV-D)-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেতে আবেদন জানিয়েছিল টিকা প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা (Zydus Cadila)৷ কোম্পানির তরফে জানানো হয়েছে তিনটি ডোজের এই টিকায় কোনও সূচ ফোটাতে হবে না ৷ আর এটি শিশুদের জন্যও খুবই সুরক্ষিত ৷ জাইকভ-ডি বিশ্বের প্রথম প্লাসমিড ডিএনএ টিকা বলে দাবি করেছে জাইডাস ক্যাডিলা ৷ বার্ষিক 10 থেকে 12 কোটি ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের ৷