পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Zomato Withdraws Controversial Ad চাপের মুখে নতিস্বীকার জোম্যাটোর, সরানো হল হৃত্বিক অভিনীত বিতর্কিত বিজ্ঞাপন - চাপের মুখে নতিস্বীকার জোম্যাটোর

হৃত্বিক রোশন (Hrithik Roshan) অভিনীত সংস্থার বিজ্ঞাপন ব্যাপক সমালোচনার মুখে পড়ায় বিবৃতি প্রকাশ করল ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato) ৷ ক্ষমাপ্রার্থনা করে বিতর্কিত বিজ্ঞাপনটি তুলে নেওয়ার কথাও বিবৃতিতে জানাল জোম্যাটো ৷

Etv Bharat
হৃত্বিক অভিনীত বিজ্ঞাপন সরিয়ে ক্ষমাপ্রার্থী জোম্যাটো

By

Published : Aug 21, 2022, 7:24 PM IST

Updated : Aug 21, 2022, 7:53 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: কোনও ধর্মের ভাবাবেগে আঘাত করা কখনোই উদ্দেশ্য ছিল না ৷ এমনকী তাদের বিজ্ঞাপনে উজ্জয়িনীর মহাকাল রেস্তোরাঁ মানে কোনওভাবেই মহাকালেশ্বর মন্দিরকে বোঝানো হয়নি ৷ হৃত্বিক রোশন (Hrithik Roshan) অভিনীত সংস্থার বিজ্ঞাপন ব্যাপক সমালোচনার মুখে পড়ায় বিবৃতি প্রকাশ করল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato) ৷ ক্ষমাপ্রার্থনা করে সংশ্লিষ্ট বিজ্ঞাপনটি তুলে নেওয়ার কথাও বিবৃতিতে ঘোষণা করল জোম্যাটো (Zomato Withdraws Hrithik Roshan Starrer Controversial Ad) ৷

"থালি খেতে ইচ্ছে করছে, তাই উজ্জয়িনীর মহাকাল থেকে অর্ডার করিয়ে নিয়েছি ৷" জোম্যাটোর সাম্প্রতিকতম বিজ্ঞাপনে হৃত্বিকের মুখে একথা শোনার পরেই রে রে করে ওঠে একটি বিশেষ ধর্মের মানুষ ৷ জোম্যাটোর নয়া বিজ্ঞাপনে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের (Mahakaleshwar temple) নাম উল্লিখিত হয়েছে ৷ মন্দিরের থালি অর্ডার করে অভিনেতা নাকি আদতে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে ৷ এমনই অভিযোগ এনে অবিলম্বে জোম্যাটোর বিজ্ঞাপন বন্ধ করার দাবি জানায় উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির কর্তৃপক্ষ ৷

উজ্জয়িনীর মন্দিরের দুই পুরোহিত অভিযোগের সুরে জানান, জোম্যাটো অবিলম্বে এই বিজ্ঞাপন সরিয়ে ক্ষমা চেয়ে নিক ৷ ভক্তদের এখানে থালি মানে প্রসাদ দেওয়া হয় ৷ এই বিজ্ঞাপন আদতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে ৷ এমনকী জোম্যাটো কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়ে রাখেন তারা ৷

আরও পড়ুন: জোম্যাটোর বিজ্ঞাপনে বিতর্ক, প্রত্যাহারের দাবি মহাকালের পুরোহিতদের

পালটা এদিন বিবৃতি জারি করে ফুড ডেলিভারি সংস্থাটি জানায়, হৃত্বিক রোশন অভিনীত মহাকাল রেস্তোরাঁর থালি অর্থে বিজ্ঞাপনে কোনওভাবেই মহাকালেশ্বর মন্দিরকে বোঝানো হয়নি ৷ মহাকাল রেস্তোরাঁ আসলেই উজ্জয়িনীর একটি জনপ্রিয় রেস্তোরাঁ ৷ সংস্থা আরও লেখে, "প্রকাশিত ভিডিয়োটি আমাদের সংস্থার প্যান-ইন্ডিয়া প্রচারের অংশবিশেষ ৷ যেখানে প্রত্যেকটি শহরের জনপ্রিয় রেস্তোরাঁর সেরা ডিশগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা ৷ উজ্জয়িনী থেকে তেমনই মহাকাল রেস্তোরাঁকে বেছে নিয়েছি আমরা ৷"

জোম্যাটোর বিবৃতি

বিবৃতির শেষে সংস্থাটি লেখে, "আমরা উজ্জয়িনীর মানুষের আবেগকে সম্মান করি ৷ যে বিজ্ঞাপনটি নিয়ে এত প্রশ্ন উঠছে সেটি আর সম্প্রচার করাও হবে না ৷ আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ৷ কারও বিশ্বাস বা ভাবাবেগে আঘাত করা কোনওভাবেই আমাদের উদ্দেশ্য ছিল না ৷"

Last Updated : Aug 21, 2022, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details