হায়দরাবাদ, 22 এপ্রিল : যেভাবে দাত-নখ শানিয়ে থাবা বসিয়েছে করোনা তাতে প্রতিনিয়তই বেড়ে চলেছে আক্রান্তদের সংখ্য। একদিকে ভ্যাকসিন নিয়েও করোনা-পজিটিভ অন্যদিকে ফের দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন অনেকেই। এহেন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জন্য অ্যাপে কোভিড এমার্জেনসি নামে বিশেষ ফিচার যোগ করল জোম্যাটো কর্তৃপক্ষ।
এর ফলে জোম্যাটোর গ্রাহকরা খাবার অর্ডার করে চেকআউটের সময় যদি *এই অর্ডারটি কোভিড এমারজেনসি সমক্রান্ত* মার্ক করেন সেক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিয়ে অর্ডার দ্রুত ডেলিভারি করা হবে, একটি টুইট করে গোটা বিষয়টি জানিয়েছেন কর্ণধার দ্বিপিন্দর গোয়াল।
এই ফিচারের মাধ্যমে খাবার তৈরি থেকে খাবার সরবরাহ , করোনা বিধি মেনে যত দ্রুত সম্ভব করা হবে বলে তিনি জানিয়েছেন। সরবরাহকারী ও অন্যান্য গ্রাহকদের কথা মাথায় রেখে গোটা বিষয়টি কন্ট্যাক্টলেস করা হবে। তবে কোভিডকালে শুধুমাত্র আক্রান্তরাই নয় বরং অন্যান্য গ্রাহকরা যাতে কন্ট্যাক্টলেস ডেলিভারির বিষয়টিকে গুরুত্ব দেন সেই অনুরোধও করেছেন দ্বিপিন্দর।