ভোপাল, 3 অগস্ট: অনলাইনে খাবার অর্ডার করে তা পাঠাচ্ছেন প্রাক্তন প্রেমিকের ঠিকানায় ৷ সেই প্রাক্তন খাবার তো নিচ্ছে, কিন্তু টাকা দিতে রাজি হচ্ছে না ৷ তাই মেয়েটি যাতে আর তার প্রাক্তন প্রেমিকের বাড়িতে খাবার না পাঠায়, সেই অনুরোধ করেছে অনলাইন খাবার ডেলিভারির অ্যাপ জোম্যাটো ৷
তবে সরাসরি নয় ৷ টুইট করে এই অনুরোধ জোম্যাটোর তরফে করা হয় ৷ আর তার পরই সেই টুইট ভাইরাল হয়ে যায় ৷ সেটিকে রিটুইট করে নেটিজেনরা নানা মন্তব্যও করতে শুরু করেন ৷
জোম্যাটোর তরফে প্রথম টুইটটি করা হয় বৃহস্পতিবার সকালে 10টা 51 মিনিটে ৷ সেখানে লেখা হয়, ‘‘ভোপালের অঙ্কিতাকে কেউ বলো যে তিনি যেন তাঁর প্রাক্তনের বাড়িতে ক্যাশ অন ডেলিভারি (খাবার দেওয়ার সময় টাকা দেওয়া)-তে খাবার না পাঠায় ৷ এই তিনবার ওই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করেছেন ৷’’
রাত 9টা 34 মিনিটে সকালের টুইটটিকে রিটুইট করে জোম্যাটো ৷ সেখানে লেখা হয়, ‘‘অঙ্কিতাকে কেউ তো বলো যে তাঁর অ্যাকাউন্টে ক্যাশ অন ডেলিভারির অপশন ব্লক করে দেওয়া হয়েছে ৷ তিনি গত 15 মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছেন ৷’’