তিরুবনন্তপুরম, 14 জুলাই : কেরালায় জ়িকা ভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে । মঙ্গলবার আরও 4 জনের শরীরে জ়িকা ভাইরাসের সংক্রমণ হয়েছে । এই নিয়ে সেখানে মোট 23 জন জ়িকায় সংক্রমিত হলেন । যে চারজনের শরীরে জ়িকা ভাইরাসের খোঁজ মিলেছে, তাঁদের মধ্যে একজন এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক । 16 বছরের এক কিশোরীরও জ়িকা ভাইরাসে সংক্রমিত ।
Zika Virus : আরও 4 জন, কেরালায় চিন্তা বাড়িয়ে জ়িকায় আক্রান্ত 23
9 জুলাই কেরালায় প্রথম জ়িকা ভাইরাসের সংক্রমণের হদিশ পাওয়া যায় । তারপর থেকে এক সপ্তাহও পার করেনি । এরই মধ্যে বাড়তে বাড়তে জ়িকার সংক্রমণ 23 -এ গিয়ে পৌঁছে গিয়েছে সে-রাজ্যে ।
করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই 9 জুলাই কেরালায় প্রথম জ়িকা ভাইরাসের সংক্রমণের হদিশ পাওয়া যায় । তারপর থেকে এক সপ্তাহও পার করেনি । এরই মধ্যে বাড়তে বাড়তে জ়িকার সংক্রমণ 23 -এ গিয়ে পৌঁছে গিয়েছে সে-রাজ্যে । মশাবাহিত এই রোগ যথেষ্টই চিন্তায় রাখছে কেরালার স্বাস্থ্য দফতরকে । কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করতে শুরু করেছেন ।
জ়িকা ভাইরাস মশা বহন করে ৷ এডিস মশার কামড়ে এই রোগ হয় ৷ এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় ৷ ডেঙ্গির লক্ষণের সঙ্গে মিল রয়েছে জিকার সংক্রমণেরও । দুই ক্ষেত্রেই জ্বর, গায়ে ব্যথা, র্যাশ বেরোয় ।