নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: এই বাজেটের যোগফল শূন্য ৷ নির্মলা সীতারমনের পেশ করা কেন্দ্রীয় বাজেটকে এ ভাবেই ব্যাখ্যা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Budget 2022) ৷ কংগ্রেসের অপর শীর্ষ সাংসদ শশী থারুরের বিদ্রুপ, এই বাজেট একটা স্যাঁতসেঁতে ছুঁচোবাজি ৷ একে ধনীদের বাজেট বলে কটাক্ষ করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷
নির্মলা সীতারমনের কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় (Opposition Reaction Over Budget 2022) একযোগে সরব হলেন বিরোধীরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই বাজেটের তুমুল সমালোচনা করেছেন ৷ এ বার বাজেটকে তুলোধোনা করল কংগ্রেস ৷ রাহুল গান্ধির মতে এটা "জিরো সাম বাজেট ৷" টুইটে রাহুল লিখেছেন, "মোদি সরকারের বাজেটের যোগফল শূন্য ৷ বেতনভুক, মধ্যবিত্ত, গরিব ও বঞ্চিত, যুব সম্প্রদায়, কৃষক ও এমএসএমই-র জন্য কিছুই এতে নেই ৷"
আরও পড়ুন:Mamata On Union Budget 2022 : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার
বাজেট (Opposition Condemn Centre) খুবই হতাশাজনক হয়েছে বলে দাবি কংগ্রেসের অপর সাংসদ শশী থারুরের (Shashi Tharoor on Budget 2022)৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেছেন, "খুবই হতাশাজনক ৷ একটা স্যাঁতসেতে ছুঁচোবাজি ৷ এই বাজেটে একেবারেই কিছু নেই ৷ এটা সাংঘাতিক হতাশার বাজেট ৷ বাজেট বক্তৃতা শুনলে দেখবেন, সেখানে এমজিনারেগা, প্রতিরক্ষা ও জনগণের জরুরি পরিষেবার কোনও কিছুই তাতে নেই ৷" আচ্ছে দিন আসার জন্য দেশকে আরও 25 বছর অপেক্ষা করতে হবে বলেও কটাক্ষ করেছেন থারুর ৷