অমরাবতী, 21 জুন: খনিজ উত্তোলনের ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের সরকারের বিরুদ্ধে ৷ অভিযোগ, ওই রাজ্যের নেল্লোর জেলার ওই ব্যবসায়ী তেলুগু দেশম পার্টিকে এক কোটি টাকা চাঁদা দেওয়ায় তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করেছেন জগনমোহন রেড্ডির সরকার ৷ বেনিয়মের অভিযোগে 142 কোটি টাকা জরিমানা করা হয়েছে ওই ব্যবসায়ীর সংস্থাকে ৷ এই নিয়ে অবশ্য জগনের দল ওয়াইএসআরসিপি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷
ওই ব্যবসায়ীর নাম দাগুমতি ভেঙ্কটা কৃষ্ণারেড্ডি ৷ তিনি নেল্লোরের কাভালির বাসিন্দা ৷ তিনি কাব্য কৃষ্ণারেড্ডি নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট পরিচালনা করেন ৷ পাশাপাশি তাঁর খনিজ উত্তোলনের ব্যবসা রয়েছে ৷ তিনি গত নির্বাচনে জগনের দল ওয়াইএসআরসিপি-র পক্ষেই ছিলেন ৷ কিন্তু তেলুগু দেশম পার্টি বা টিডিপি-র সাম্প্রতিক বৈঠকে (স্থানীয় ভাষায় মহানডু) এক কোটি পার্টি ফান্ডে দেন ৷ অভিযোগ, তার পরই তাঁর বিরুদ্ধে খনি ব্যবসায় গরমিলের অভিযোগ আনা হয়েছে ৷ তাঁর সংস্থাকে 142 কোটি টাকা জরিমানাও করা হয়েছে ৷