পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jai Shri Ram in front of Mamata: পুষ্করে মমতাকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি - পুষ্কর সরোবর

রাজস্থানের পুষ্করে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শুনতে হল জয় শ্রীরাম ধ্বনি (Jai Shri Ram) ৷

youths-raised-slogans-of-jai-shri-ram-in-front-of-mamata-banerjee-in-rajasthan
Jai Shri Ram in front of Mamata: পুষ্করে মমতাকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি

By

Published : Dec 6, 2022, 7:44 PM IST

পুষ্কর (রাজস্থান), 6 ডিসেম্বর: ফের মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) লক্ষ্য করে জয় শ্রীরাম (Jai Shri Ram) ধ্বনি দেওয়ার অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল রাজস্থান ৷ মঙ্গলবার সেখানকার পুস্করে যান বাংলার মুখ্য়মন্ত্রী ৷ মন্দির পুজো দেন ৷ পুষ্কর সরোবরের (Pushkar Sarobar) সামনে প্রার্থনাও করেন ৷ সেখান থেকে বের হওয়ার সময়ই তাঁকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয় বলে অভিযোগ ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, মমতা যখন মন্দিরে, তখন বাইরে অনেকেই ভিড় জমিয়েছিলেন ৷ তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন যুবক এই ধ্বনি দেন ৷ তবে তাঁরা কারা, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি ৷ তবে রাজনৈতিক মহলের অনুমান, ওই যুবকরা গেরুয়া শিবিরের সঙ্গেই যুক্ত হবেন ৷

প্রসঙ্গত, বাংলার বাইরে গিয়ে এই প্রথমবার জয় শ্রীরাম শুনতে হল মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ৷ এর আগে পশ্চিমবঙ্গতেই তাঁকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছে ৷ 2019 সালে যখন লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2019) হয়, তখন প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম ধ্বনি শুনতে হয়েছে ৷ বেশ কয়েকটি জায়গায় মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের সঙ্গে বাদানুবাদেও জড়িয়েছিলেন ৷

এই নিয়ে কয়েকজনের বিরুদ্ধে পুলিশের তরফে ব্যবস্থাও নেওয়া হয়েছিল ৷ পরে দেখা যায়, যাঁরা এই কাজ করেছিলেন, তাঁরা সকলেই বিজেপির (BJP) সঙ্গে যুক্ত ৷ এই নিয়ে সেই সময় বিজেপির তরফে মমতার বিরুদ্ধে তোপও দাগা হয় ৷

আরও পড়ুন:আজমেরের দরগায় চাদর চড়ালেন মমতা, পুজো দিলেন পুষ্করের ব্রহ্মা মন্দিরে

ABOUT THE AUTHOR

...view details