নালন্দা, 14 জুন:নালন্দায় চলন্ত ট্রেন থেকে বান্ধবীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । বিহারের ভাগন বিঘা ওপি ক্ষেত্র এলাকার রেলওয়ে ট্র্যাকে ফেলে দেওয়া হয় ওই যুবতীকে ।
নালন্দায় প্রেমিকাকে খুনের উদ্দেশে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে । জানা গিয়েছে, আক্রান্ত যুবতী পাটনা শহরের বাসিন্দা । তাঁর নাম বাবলী কুমারী ৷ 4 মাস আগে প্রতিবেশী মণি কুমারের সঙ্গে তাঁর একটা সম্পর্ক গড়ে ওঠে । কয়েকদিনের মধ্যেই সেই সম্পর্কের গভীরতা বাড়ে ৷ তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন ৷ একদিন দুজনেই বিয়ে করার উদ্দেশে হরিয়ানায় পালিয়ে যান । মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে ছেলেটির পরিবারের সঙ্গে বিয়ের জন্য কথা বললে, তাঁরা রাজি হয়ে যান ৷ ছেলের বাড়ির লোকজন বলেন, "আমাদের ছেলে তাঁকে নিয়ে গিয়েছে এবং তাঁকে বিয়ে করতে চায় ।"
বাড়িতে ফিরে এরপর আবার বিয়ে করার অজুহাতে 10 জুন রাজগীরে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান ওই যুবক । এরপর ট্রেনে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় ৷ তখনই ওই যুবক প্রেমিকাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ । স্থানীয় লোকজন মেয়েটিকে রেললাইনে পড়ে থাকতে দেখে 112 নম্বর জরুরি পরিষেবাকে খবর দেন । খবর পেয়ে জরুরি সেবা সদর হাসপাতাল বিহার শরিফ পৌঁছে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করে । সেই সময় মেয়েটির অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তিনি কথা বলতে পারছিলেন না ।