পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Youth Kills Principal: বান্ধবীকে হেনস্তা করায় স্কুলের অধ্যক্ষকে খুনে অভিযুক্ত যুবক - বান্ধবীকে হেনস্তা করায় স্কুলের অধ্যক্ষকে খুন

ছত্তীশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে (Bilaspur) একটি স্কুলের অধ্যক্ষকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে (Youth Kills Principal) ৷

youth-kills-principal-for-harassing-his-girlfriend-in-chhattisgarh-bilaspur
প্রতীকী ছবি

By

Published : Dec 16, 2022, 9:01 PM IST

বিলাসপুর (ছত্তীশগড়), 16 ডিসেম্বর: ফের খুন ছত্তীশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে ৷ এবার একটি সরকারি স্কুলের অধ্যক্ষকে তার বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ । এর আগে একজন ব্যবসায়ী ও কংগ্রেস (Congress) নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল ৷ তার পর আবার একই ঘটনা ঘটল ৷

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশি জিজ্ঞাসাবাদে যুবক জানিয়েছেন, ওই অধ্যক্ষ তাঁর বান্ধবীকে উত্ত্যক্ত করতেন ৷ তাই তাঁকে খুন করেছেন তিনি । নিহতের নাম প্রদীপ শ্রীবাস্তব (61) ৷ তিনি বিলাসপুরের (Bilaspur) তারাবাহার থানার অন্তর্গত লিংক রোডের বাসিন্দা ৷ তিনি পাচপেডি সরকারি স্কুলের অধ্যক্ষ ছিলেন ।

অতিরিক্ত পুলিশ সুপার রাজেন্দ্র জয়সওয়াল বলেন, "বৃহস্পতিবার গভীর রাতে অধ্যক্ষ তাঁর বাড়িতে হাঁটছিলেন । এসময় এক যুবক তাঁর বাড়িতে পৌঁছান । অধ্যক্ষ বাড়ির গেট খুললে যুবক প্রথমে তাঁর সঙ্গে তর্ক শুরু করেন । পরে তিনি হামলা চালান ব্লেড দিয়ে ৷ পরে তাঁর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এর পর অভিযুক্ত যুবক পালিয়ে যান । কিন্তু গভীর রাতে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে ।’’

তারাবাহার থানার ইনচার্জ মনোজ নায়ক বলেন, ‘‘অভিযুক্ত উপেন্দ্র কৌশিক অধ্যক্ষ প্রদীপ শ্রীবাস্তবকে পছন্দ করতেন না । তাঁর মনে হয়েছিল প্রদীপ তাঁর বান্ধবীকে হয়রানি করতেন । তাই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন । প্রাথমিকভাবে প্রেমের ঘটনা নয় । এখন তদন্ত চলছে । অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে । পুলিশ পরবর্তী পদক্ষেপে নিয়োজিত রয়েছে ।"

আরও পড়ুন:মই দিয়ে সীমান্ত পারের চেষ্টা, ত্রিপুরা থেকে গ্রেফতার 7 বাংলাদেশি

ABOUT THE AUTHOR

...view details