পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Youth Killed Girlfriend: দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া রাজস্থানে, প্রেমিকার দেহ টুকরো করে ছড়াল প্রেমিক - রাজস্থানে প্রেমিকার দেহ টুকরো করে ছড়াল প্রেমিক

রাজস্থানের নাগৌর জেলায় প্রেমিকাকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে ৷ এখনও সব দেহাংশ খুঁজে পাওয়া সম্ভব হয়নি (Rajasthan youth cuts girl friend body into pieces) ৷

ETV Bharat
মৃত গুড্ডির ছবি

By

Published : Feb 4, 2023, 8:25 PM IST

জয়পুর, 4 ফেব্রুয়ারি:দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া রাজস্থানের নাগৌরে ৷ এই জেলায় এক হাড়হিম করে দেওয়া হত্যার ঘটনা সামনে এসেছে ৷ প্রেমিকার উপর রেগে তাঁকে খুন করে, দেহ টুকরো টুকরো করে সেই দেহাংশগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে এক যুবক ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তলোয়ারের মতো ধারালো কোনও অস্ত্র দিয়ে তার প্রেমিকাকে খুন করেছে অনোপরম নামে ওই যুবক (Youth killed girlfriend in Nagaur) ৷

জেলার ডিএসপি গীতা চৌধুরি জানিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে নাগৌরের শ্রীবালাজি এলাকায় ৷ 3 দিন আগে ওই যুবক প্রেমিকাকে খুনের কথা স্বীকার করেছে ৷ মৃতার নাম গুড্ডি ৷ কিন্তু তাঁর দেহ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে ৷ মহিলার সম্পূর্ণ দেহাংশ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ ৷ উদ্ধার হয়েছে কিছু হাঁড়, চোয়াল, চুল ৷ তবে পুলিশের দাবি, জেরায় ডেহরু গ্রামের এক কুয়োর কথা জানিয়েছে ওই অভিযুক্ত ৷ বাকি দেহাংশের খোঁড়ে সেখানে তল্লাশি চলছে ৷

ঘটনাক্রম যা জানা গিয়েছে, গত 22 জানুয়ারি বালাসর থেকে তাঁর শ্বশুরবাড়ি মুণ্ডাসর গ্রামে যাওয়ার জন্য বের হন গুড্ডি (30) ৷ কিন্তু সে শ্বশুর বাড়ি আর যায়নি, বাপেরবাড়িও ফিরে যায়নি ৷ দু'দিন ধরে খুঁজেও গুড্ডির পরিবারের লোকজন তাঁর কোনও সন্ধান না-পেয়ে থানায় অভিযোগ জানান ৷ এর মাঝেই জানা যায়, গুড্ডিকে ওই অভিযুক্তের বাইকে চড়ে ঘুরতে দেখা গিয়েছিল শেষদিন ৷

আরও পড়ুন: শ্রদ্ধার খুনের পর দুবার গেলেও ঘরে দেহাংশ লুকনো আছে টেরই পাননি আফতাবের নতুন প্রেমিকা !

এরপরেই অনোপরম নামে ওই যুবককে গ্রেফতার করে জেরা শুরু করে পুলিশ ৷ জেরায় গুড্ডিকে খুনের কথা স্বীকার করে সে ৷ সে আরও জানায়, মৃত দেহ সরিয়ে ফেলতে সে গুড্ডিকে খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে ৷ ঘটনার পর প্রায় 12 দিন কাটতে চললেও এখনও ওই মহিলার সব দেহাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, গুড্ডি ও অনোপরম দু'জনেই বিবাহিত ৷ কিন্তু তা সত্ত্বেও বিয়ের জন্য প্রেমিকের উপর চাপ বাড়াচ্ছিল গুড্ডি ৷ এই কারণেই এই খুন ৷ এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে কয়েক মাস আগে ঘটে যাওয়া দিল্লির শ্রদ্ধা ওয়াকারের খুনের ঘটনা ৷ অভিযোগ, শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে এসেছিল তাঁর প্রেমিক আমিন পুনাওয়ালা (Youth killed girlfriend like Shraddha murder case) ৷

ABOUT THE AUTHOR

...view details