পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের শৌচালয়ে উদ্ধার ছুরিকাহত যুবক, মৃত্যু হাসপাতালে - ভারতীয় রেল

Youth Founds Stab Wounds at Bikaner-Guwahati Express: বিহারে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের শৌচালয় থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে আরপিএফ ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 1:55 PM IST

ভাগলপুর, 17 নভেম্বর: ট্রেনের মধ্যে এক যাত্রীর উপর ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ৷ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের শৌচালয়ে যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ৷ যদিও, হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে বিহারের নবগাছি রেল স্টেশনে ট্রেন ঢোকার পর আরপিএফ ওই যুবককে উদ্ধার করে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, যুবকের গলায় ও পেটে একাধিক ক্ষত ছিল ৷ অতিরিক্ত রক্ত ক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে ৷

রেল পুলিশের ডিএসপি কুন্দন কুমার জানিয়েছেন, ‘‘বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের এস9 বগির শৌচালয়ে দীর্ঘক্ষণ আহত অবস্থায় আটকে ছিলেন যুবক ৷ যাত্রীরাই শৌচালয়ে তাঁকে প্রথম দেখতে পান ৷ দ্রুত এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে চালকের দৃষ্টি আকর্ষণ করেন যাত্রীরা ৷ এর পর ট্রেনে উপস্থিত আরপিএফ এবং টিসি সেখানে পৌঁছান, তাঁরাই ওয়্যারলেসে খবর পাঠায় নবগাছি স্টেশনে ৷ সেখানে ট্রেন পৌঁছলে আরপিএফ যুবককে উদ্ধার করে নবগাছি মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷’’

পুলিশ জানিয়েছে, যুবকরে আধার কার্ড হাতে এসেছে ৷ সেখান থেকেই তাঁর পরিচয় ও ঠিকানা পাওয়া গিয়েছে ৷ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের খবর দেওয়ার চেষ্টা চলছে ৷ প্রাথমিক তদন্তে রেল পুলিশের আধিকারিকরা মনে করছেন, যুবককে লুঠ করার চেষ্টা হয়েছিল ৷ বাধা পেয়ে দুষ্কৃতীরা তাঁকে ধারাল অস্ত্র দিয়ে গলায় ও পেটে আঘাত করে ট্রেনের শৌচালয়ে ফেলে দেয় ৷ শৌচালয়ে দীর্ঘক্ষণ পরে থাকায়, অতিরিক্ত রক্তক্ষরণ হয় যুবকের ৷ সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন ৷ পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

এই ঘটনার পর ফের একবার ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তদন্তকারীদের অনুমান যদি সঠিক হয়, তাহলে কীভাবে রেলে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে দুষ্কৃতীরা এক্সপ্রেস ট্রেনে উঠল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে, ব্যক্তিগত কোনও শত্রুতার জেরে এই হত্যা কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সুতপাকাণ্ডের ছায়া! বীরভূমের ব্যস্ত রাস্তায় ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের
  2. জমি বিবাদের জেরে ট্রাক্টর দিয়ে পিষে মারা হল যুবককে, ভাইরাল ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details