লখনউ, 1 সেপ্টেম্বর: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ ৷ 28 বছর বয়সী ওই যুবকের নাম বিনয় শ্রীবাস্তব ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের ছেলে বিকাশের বন্ধু ৷ শুক্রবার ভোরে উত্তরপ্রদেশের লখনউয়ের ঠাকুরগঞ্জের বেগরিয়ায় ওই মন্ত্রীর বাড়ি থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, যে আগ্নেয়াস্ত্র থেকে বিনয়কে গুলি করা হয়, সেই আগ্নেয়াস্ত্রটি বিকাশের ৷
পুলিশ জানিয়েছে, বিনয়ের কপালে গুলি লেগেছিল ৷ তাতেই সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয় ৷ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে যান লখনউয়ের ডিসিপি (পশ্চিম) রাহুল রাজ ও এসিপি অনুপ কুমার সিং ৷ ফরেনসিক দলও ঘটনাস্থলে গিয়েছে ৷ তারা নমুনা সংগ্রহ করেছে ৷ ঘটনাস্থল থেকেই বিকাশের আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে ৷ যে চারজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বিনয় শ্রীবাস্তব মাধবপুর ওয়ার্ড ফরিদিপুরের বাসিন্দা ৷ তিনি বিকাশ কিশোরের বন্ধু ছিলেন । অজয় রাওয়াত, অঙ্কিত বর্মা, শামিম এবং বাবা নামে আরেকজনের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কৌশল কিশোরের বাসভবনেই ছিলেন ৷ সেখানে খাবার ও পানীয় নিয়ে তাঁদের মধ্যে গোলমাল শুরু হয় ৷ তার জেরেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিনয় শ্রীবাস্তব ৷