ভরতপুর, 25 এপ্রিল:রাজস্থানে সৈনী সম্প্রদায়ের বিক্ষোভের মাঝে মিলল এক বিক্ষোভকারীর মৃতদেহ ৷ মঙ্গলবার সকালে বিক্ষোভস্থলের কাছে ওই যুবকের দেহ পাওয়া যায় ৷ তাঁর পকেট থেকে একটি কাগজ পাওয়া গিয়েছে ৷ তাতে লেখা ছিল "জ্যোতিরাও ফুলে অমর থাকবেন এবং 12 শতাংশ সংরক্ষণ নেবই নেব ৷" তবে পুলিশ মনে করছে, ওই যুবক আত্মহত্যা করেছেন ৷ অনুমান ওই কাগজটি তাঁর সুইসাইড নোট ৷ যদিও বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ ৷ প্রসঙ্গত, রাজস্থানের ভরতপুরে সৈনী সম্প্রদায়ের সংরক্ষণের দাবিতে ধরনা চলছে ৷ তার মাঝে এই বিপত্তি ৷
মৃত যুবকের ভাই কেদারনাথ জানিয়েছেন, যুবকের নাম মোহন সৈনী (38) ৷ তিনি ললিতা মুদিয়ার বাসিন্দা ৷ গত তিন-চার দিন ধরে সৈনী সংরক্ষণের দাবিতে চলা আন্দোলনে ছিলেন মোহন ৷ মঙ্গলবার সকালে খবর আসে, মোহন আন্দোলনস্থলে আত্মহত্যা করেছেন ৷ সৈনী সম্প্রদায়ের রাজপুত্র কেদারনাথ আরও জানান, মৃত্যুর আগে মোহন সৈনী বলেছিলেন যে কোনও অবস্থাতে আমাদের সংরক্ষণ দরকার ৷ যতক্ষণ না সরকার সমাজে সংরক্ষণ, মৃতের এক পরিজনকে সরকারি চাকরি অথবা আর্থিক সহায়তা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মৃতদেহ নেওয়া হবে না ৷